India: মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ভারতেই সবচেয়ে বেশি স্টার্টআপ পরিচালনা করেন মহিলারা, বলছে রিপোর্ট

India Ranks 2nd After US In Funding Women-Led Tech Startups says Report

মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ভারতেই (India) সবচেয়ে বেশি নারী রয়েছে প্রযুক্তিগত স্টার্টআপের (Startups) নেতৃত্বে। এমনই তথ্য প্রকাশ পেয়েছে এক রিপোর্টে। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে স্টার্টআপ চালানোতে ভারতীয় নারীরা রয়েছে দ্বিতীয় স্থানে। ইতিমধ্যে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। ওই প্রতিবেদনে পিটিআই জানিয়েছে যে এই উদ্যোগগুলির ফলে তৈরি হয়েছে ২৬ বিলিয়ন মার্কিন ডলারের বিরাট মূলধন।

৭ হাজারেরও বেশি স্টার্টআপ চলছে মহিলাদের নেতৃত্বে বলছে রিপোর্ট

প্রসঙ্গত, ট্র্যাকএক্সএন নামের একটি সংস্থা আছে। এই সংস্থা স্টার্টআপ নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে। তারাই জানিয়েছে দেশে (India) বর্তমানে মোট সক্রিয় স্টার্টআপের সাড়ে সাত শতাংশই চলে মহিলাদের নেতৃত্বে। এর সংখ্যা হল ৭ হাজারেরও বেশি। প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, মহিলাদের নেতৃত্বে চলা স্টার্টআপগুলি সবচেয়ে বেশি রয়েছে বেঙ্গালুরুতে। কারণ বেঙ্গালুরু ভারতবর্ষের অন্যতম সেরা আইটি হাব বলেই পরিচিত। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয়। বেঙ্গালুরু পরেই রয়েছে মুম্বইয়ের স্থান। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি এনসিআর অঞ্চল।

নারীদের নেতৃত্বে দেশে বেড়েছে ইউনিকর্নও

এই অঞ্চলগুলিতেই মহিলাদের (India) নেতৃত্বে স্টার্টআপগুলি রয়েছে সবচেয়ে বেশি সংখ্যায়। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যেও রয়েছে স্টার্টআপ। ভারতে নারীদের নেতৃত্বাধীন ইউনিকর্নগুলিও যথেষ্ট উন্নতি লাভ করেছে বলে জানা যাচ্ছে। ২০২১ সালে দেশে তৈরি হয়েছিল আটটি নতুন ইউনিকর্ন। ২০২২ সালে পাঁচটি। আবার একটু পিছনের দিকে গেলে দেখা যাচ্ছে ২০১৯ সালে তিনটি ইউনিকর্ন তৈরি হয়েছিল। ২০২০ সালে চারটি। ২০১৭, ২০২৩, ২০২৪ এই বছরগুলিতে নতুন কোনও ইউনিকর্ন তৈরি হয়নি। অর্থাৎ হঠাৎ কখনও তা বাড়ছে কখনও আবার তা কমছে। অন্যদিকে, ২০২১ সালে নারীদের নেতৃত্বাধীন স্টার্টআপগুলি সবচেয়ে বেশি তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। ২০২৪ সালে মহিলাদের নেতৃত্বে (India) মোট পাঁচটি স্টার্টআপ প্রকাশ্যে আসে, যার মধ্যে রয়েছে MobiKwik, Tunwal, LawSikho, Usha Financial and Interiors এবং আরও অন্যান্য।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share