Chandrayaan 3: আন্তর্জাতিক খবরের শিরোনামে ভারতের চন্দ্রাভিযান, অভিনন্দন বিশ্ব নেতাদের

VIKRAM-PRAGYAN

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৪০ দিনের যাত্রা শেষে বুধবারই চাঁদের দেশে পৌঁছেছে ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3)। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণের এই কৃতিত্ব অর্জন করল ভারত। বুধবার সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে অবতরণ করে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। তারপরেই দেশজুড়ে শুরু হয় উদযাপন। চারিদিকে উৎসবের মেজাজ। দক্ষিণ আফ্রিকা থেকে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর অবতরণ দেখেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন। ভারতের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। আন্তর্জাতিক খবরের শিরোনামে স্থান পেল ভারতের চন্দ্র অভিযান।

অভিনন্দন জানিয়েছে নাসা

নাসার মুখ্য প্রশাসক বিল নেলসন ভারতের এই সফল অভিযানে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে বিল নেলসন লেখেন, ‘‘ভারতকে অভিনন্দন চতুর্থ দেশ হিসেবে চাঁদে (Chandrayaan 3) অবতরণের জন্য।’’

শুভেচ্ছা জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি

ইউরোপিয়ান স্পেস এজেন্সির ডিরেক্টর জেনারেল জোসেফ অ্যাশবাচার ট্যুইট করে লেখেন, ‘‘অভিনন্দন ইসরো (Chandrayaan 3)! সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা। আমি অভিভূত।’’

ব্রিটেনের মহাকাশ গবেষণা সংস্থার ডিরেক্টর অনু ওঝা অভিনন্দন জানিয়েছেন। এদিন ট্যুইটে লেখেন, ‘‘অভিনন্দন ভারত! দক্ষিণ মেরুতে অবতরণের জন্য (Chandrayaan 3)।’’

বিশ্বের নেতাদের অভিনন্দন বার্তা

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল চন্দ্র মিশনের সাফল্যের জন্য ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন, নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পুষ্প কমল দহল লেখেন, ‘‘চন্দ্র মিশনের (Chandrayaan 3) সাফল্যে আমি অভিনন্দন জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদিজিকে এবং ইসরোর টিমকে।’’ অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। তিনি বলেন, ‘‘ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ হিসাবে ভারতের এই সাফল্যে খুশি আমি।’’ শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী আবদুল্লা শাহিদ।

বিশ্বের জনপ্রিয় সংবাদ সংস্থাগুলির খবরে ভারতের চন্দ্রাভিযান

আমেরিকার জনপ্রিয় ওয়েবসাইট ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ চন্দ্র অভিযানের খবর শিরোনামে স্থান পেয়েছে। সেখানে লেখা হয়েছে চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan 3) ভারতের সফল অভিযান নতুন অনেক দিক উন্মোচন করল। আমেরিকার অপর এক জনপ্রিয় সংবাদ সংস্থা ‘ওয়াশিংটন পোস্ট’’-এও ঠাঁই পেয়েছে ভারতের চন্দ্র অভিযান এবং সেখানকার শিরোনাম হল, ‘‘চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan 3) ভারতের সফট ল্যান্ডিং।’’ বিবিসি মিডিয়াতে স্থান পেয়েছে ভারতের চন্দ্র অভিযান। তারা লিখেছে, ‘‘ভারতের ঐতিহাসিক অভিযান সফল হল।’’ এর পাশাপাশি দক্ষিণ মেরুতে ভারতের এই অবতরণে খবর প্রকাশিত হয়েছে ইউরোপ মহাদেশের একাধিক দেশে। প্রতিবেশী পাকিস্তান রাষ্ট্রের খবরে শিরোনামে ঠাঁই পেয়েছে ভারতের চন্দ্র অভিযান। পাকিস্তানের ‘ডন’ পত্রিকা এবং ‘জিও নিউজ’ বলছে, ‘‘ভারত হল পৃথিবীর প্রথম দেশ, যারা দক্ষিণ মেরুতে অবতরণ করল।’’ অন্যদিকে চিনের ‘মর্নিং পোস্ট’-এও স্থান পেয়েছে ভারতের এই অভিযান। তাদের শিরোনাম হল, ‘‘পৃথিবীর প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ ভারতের (Chandrayaan 3)।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share