India VS Zimbabwe: সপ্তাহের ব্যবধানে ভূলুণ্ঠিত বিজয়ীর তাজ, হারারেতে ফিকে ভারতের বিশ্বজয়ের রং

t20_india_f

মাধ্যম নিউজ ডেস্ক: এক শনিবার ভারতের মাথায় উঠেছিল বিজয়ীর তাজ। ঠিক তার পরের শনিবার হারারেতে (Harare Sports Club) লজ্জার হার ভারতের (India VS Zimbabwe)। ২৯ জুন, শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতের টি২০ দল। আর ৬ জুলাই হারারেতে জিম্বাবোয়ের কাছে ১৩ রানে ধরাশায়ী টিম ইন্ডিয়া (টি২০)।

প্রকাশ্যে টিমের কঙ্কালসার চেহারা (India VS Zimbabwe)

দেশের মাথায় বিশ্বজয়ীর মুকুট তুলে দিয়ে টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার তিন সুপারস্টার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দলের প্রবীণ তারকাদের বিশ্রাম দিয়েছে টিম ইন্ডিয়া। তার পরেই এদিনের ম্যাচে বেরিয়ে এল শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় তরুণদলের কঙ্কালসার চেহারা। ০ রানে আউট হন মুকেশ কুমার।

ধরাশায়ী ভারত

১৮ ওভারের শেষে ভারতের (India VS Zimbabwe) স্কোর দাঁড়ায় ৯৮/৯। শেষ দুওভারে ভারতের প্রয়োজন ছিল ১৮ রান। প্রয়োজনীয় সেইটুকু রানও করতে পারেনি ভারত। ১০২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ১৩ রানে জিম্বাবোয়ের কাছে ধরাশায়ী শুভমনের ভারতীয় দল। কেবল মুকেশ নন, ব্যর্থতার নজির টিম ইন্ডিয়ার পরতে পরতে। ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান রবি বিষ্ণোই। জিম্বাবোয়ের ৯ উইকেটে ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১০২ রানে অল আউট হয়ে যায় ভারত। ৩.৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন চাতারা।

আর পড়ুন: “যাঁরা ইসলাম ধর্মে জন্মাননি, তাঁরা দুর্ভাগা”, ‘হাকিমি’ মন্তব্যে তোপ বিজেপির

তার আগে ১৭তম ওভারে (Harare Sports Club) বল করতে নামেন সিকন্দর রাজা। ১৬.৬ ওভারে সিকন্দরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুকেশ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। সিকন্দর ৪ ওভারে ২৫ রান খরচ করে তুলে নেন ৩টি উইকেট। ম্যাচের সেরা ক্রিকেটারের ট্রফি জিতে নেন জিম্বাবোয়ের ক্যাপ্টেন (India VS Zimbabwe)। এদিনের সিরিজে তিনজনের অভিষেক হয়েছে। এঁরা হলেন, অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। তারুণ্যে ভরপুর দলে রয়েছেন শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা, হর্ষিত রানা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share