মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা থেকে বেআইনি ভারতীয় অভিবাসীদের (Indian Migrants) নিয়ে দ্বিতীয় বিমানটি শনিবার পাঞ্জাবে অবতরণ করবে। দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন বিমান অবতরণ করবে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে৷ এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় মার্কিন সেনাবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানে অমৃতসর বিমানবন্দরে নামেন ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসী৷ এই অবৈধ অভিবাসীদের মধ্যে গুজরাট ও হরিয়ানার ৩৩ জন এবং পাঞ্জাবের ৩০ জন বাসিন্দা ছিলেন৷
কখন আসবে বিমান
সরকারি সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে পারে ৷ এই ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীদের (Indian Migrants) মধ্যে ৬৭ জন পঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৪ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে ২ জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে একজন বাসিন্দা রয়েছেন ৷ এরপর ১৬ ফেব্রুয়ারি তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে আরও একটি বিমান আমেরিকা থেকে ভারতে আসবে বলে জানা গিয়েছে ৷ ভালোভাবে বাঁচার জন্য আমেরিকায় গিয়েছিলেন এই অবৈধ অভিবাসীরা ৷ আমেরিকার সীমান্তে তাঁরা প্রশাসনের হাতে ধরা পড়েন এবং তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ৷
অবৈধ অভিবাসীদের নিয়ে সমস্যা
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বেআইনি ভারতীয় অভিবাসীদের (Indian Migrants) মোট তিন দফায় ফেরত পাঠাতে চলেছে আমেরিকা। প্রথম বিমানটি এসেছে ৫ ফেব্রুয়ারি। ১৫ তারিখ আসার কথা দ্বিতীয় বিমানের। আগের বারের মতো এ বারেও সেটি অমৃতসর বিমানবন্দরেই নামবে। পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল চিমা অবশ্য এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আমেরিকার প্রশাসন ভারতকে বলেই সব কিছু করছে। আমেরিকায় নতুন সরকার ক্ষমতায় আসার পরে এ পর্যন্ত মোট ৪৮৭ জন ভারতীয়কে বেআইনি অভিবাসী বলে চিহ্নিত করেছে এবং বিতাড়নের নির্দেশিকাও জারি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়ে পরিষ্কার জানিয়েছেন, শুধু ভারত নয়, অবৈধ অভিবাসীদের সমস্যা সারা বিশ্বে ৷ মার্কিন মুলুকে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত ৷ তিনি আরও জানান, এই অবৈধ অভিবাসীদের অধিকাংশই মানব পাচারের শিকার৷ উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে বিপুল টাকা নেয় দালালরা৷ এরপর ওই অভিবাসীদের বেআইনি পথে আমেরিকা নিয়ে যাওয়া হয়৷
Leave a Reply