মাধ্যম নিউজ ডেস্ক: ফের ধস নামতে চলেছে কংগ্রেসে (Congress)! কংগ্রেস ছেড়ে শীঘ্রই কি বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন আনন্দ শর্মা (Anand Sharma)? সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। তার পরেই দানা বেঁধেছে জল্পনা। সূত্রের খবর, বিজেপিতে যোগদানের বিষয়েই নাড্ডার সঙ্গে কথা হয়েছে শর্মার। যদিও জল্পনা উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা।
কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির জি-২৩ গ্রুপের সদস্য আনন্দ। এই গ্রুপেরই এক সদস্য কপিল সিবাল কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে অখিলেশ যাদবের সমর্থনে রাজ্যসভায় গিয়েছেন। কয়েক মাস পরেই হিমাচল প্রদেশে নির্বাচন। সেখান থেকেই রাজ্যসভায় গিয়েছিলেন আনন্দ। তাই শর্মার দলবদলের চর্চা নয়া মাত্রা যোগ করেছে রাজনীতিতে।
আরও পড়ুন : অরুণাচল প্রদেশে ১০২ আসনে জয়ী বিজেপি, কী বললেন আইনমন্ত্রী?
কংগ্রেস ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন আনন্দ। এদিন নাড্ডার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আনন্দ বলেন, বিজেপি প্রাধান জেপি নাড্ডার সঙ্গে দেখা করার অধিকার আমার রয়েছে। আমার কাছে উনি শুধুমাত্র বিজেপি সভাপতি নন। আমরা দুজনেই একই রাজ্যের। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক খোঁজার কোনও মানে নেই। তিনি বলেন, আমি কংগ্রেসের সদস্য। মতাদর্শগতভাবে বিরোধিতা থাকলেও আমাদের ব্যক্তিগত স্তরে কোনও বিভাজন নেই। শর্মার গলায় শোনা গিয়েছে নাড্ডার প্রশংসাও। তিনি বলেন, আমার খুব গর্ব হয়, যখন দেখি আমার রাজ্য ও বিশ্ববিদ্যালয়ের কেউ শাসকদলের সভাপতি হয়েছেন।
আরও পড়ুন : মহুয়ার ‘কালী’ মন্তব্যের জের, এফআইআর দায়ের, পথে বিজেপি, সমালোচনার ঝড়
সূত্রের খবর, বিজেপিও জি-২৩ গ্রুপের বেশ কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গে যোগাযোগ রাখছে। এই আনন্দ শর্মাই কংগ্রেসের সেই নেতা যিনি দলের দ্রুত নির্বাচন চেয়ে সনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। কপিল সিবাল কংগ্রেস ছাড়ায় একবার ধাক্কা খেয়েছিল কংগ্রেস। এবার আনন্দ শর্মা যদি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাহলে আরও বিপাকে পড়বেন গ্র্যান্ড ওল্ড পার্টির শীর্ষ কর্তারা।
Leave a Reply