Israel Palestine War: গাজায় ২০ মিনিটে ৫০০০ রকেট বর্ষণ হামাসের! পাল্টা জবাবে ‘যুদ্ধ’ ঘোষণা ইজরায়েলের

ISRAEL-UNDER-ATTACK

মাধ্যম নিউজ ডেস্ক: এক বছরের বেশি সময় পার হলেও, এখনও চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। থামার কোনও লক্ষণ নেই। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এবার বিশ্বের আরেক প্রান্তে পুরোদমে যুদ্ধ শুরু হল বলে! এক ফালি জমিকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিবাদ ফের চরম আকার ধারণ করল। যার জেরে যুদ্ধ পরিস্থিতিতে (Israel Palestine War) মুখোমুখি ইজরায়েল ও প্যালেস্তাইন। 

২০ মিনিটে ৫ হাজার রকেট নিক্ষেপ!

শনিবার সকালে, নতুন করে ইজরায়েলের উপরে হামলা শুরু করল প্যালেস্তাইন। এদিন ৬টা নাগাদ প্যালেস্তাইনের দিক থেকে ইজরায়েলে আছড়ে পড়ে হাজার হাজার রকেট। ইজরায়েলের স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, একসঙ্গে প্রায় ৫ হাজারেরও বেশি রকেট বর্ষণ করা হয়েছে ইজরায়েলের উপরে। গাজায় সক্রিয় হামাস বাহিনী শুক্রবার ‘অপারেশন আল-আকসা’ শুরু করেছে। ইজরায়েলি সেনা (Israel Palestine War) এবং বসতি লক্ষ্য করে গাজা থেকে ২০ মিনিটের মধ্যে ৫ হাজারের বেশি রকেট আছড়ে পড়ে (Hamas Rocket Attack) । মিসাইলের আঘাতে ইজরায়েলি মহিলা মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।

প্যারাগ্লাইডিং করে জঙ্গি অনুপ্রবেশ ইজরায়েলে!

ইজরায়েলের দাবি, প্যারাগ্লাইডিং করে প্যালেস্তাইন থেকে বহু সংখ্যক হামাস বাহিনী ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। এই প্রেক্ষিতে ইজরায়েল প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। জেরুজালেম ও আশেপাশের এলাকাগুলিতে সাইরেন (Israel Palestine War) বাজানো হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে শনিবার জানানো হয়েছে, শীঘ্রই উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে গাজা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক বসছেন তিনি। বেঞ্জামিন নেতানেহায়ু জানিয়েছেন, হামাস বাহিনীকে যোগ্য জবাব দেওয়া হবে। 

 

পাল্টা জবাব ইজরায়েলি বায়ুসেনার

এর পরই, গাজায় যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে ইজরায়েল। পাল্টা রকেট হামলায় জবাব দেয় ইজরায়েল। মিসাইল হামলা চালিয়ে গাজায় কয়েকটি তথাকথিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েলি বায়ুসেনা (Israel Palestine War) বলে দাবি সংবাদমাধ্যমে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) পোস্টে লেখা হয়েছে, “গাজা স্ট্রিপ দিয়ে বেশ কিছু সংখ্যক জঙ্গি ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। গাজা স্ট্রিপের আশেপাশে যারা থাকেন, তাদের বাড়ির ভিতরেই থাকতে অনুরোধ করা হচ্ছে।” অন্যদিকে, প্যালেস্তাইনের হামাস বাহিনীর তরফেও জানানো হয়েছে, অপারেশন আল-আকসা শুরু করা হয়েছে। সমস্ত ধরনের অপরাধ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ হাজারেরও বেশি রকেট (Hamas Rocket Attack) ছোড়া হয়েছে মাত্র ২০ মিনিটের মধ্যে।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share