Jharkhand: ঝাড়খণ্ডেও সরকার গড়বে বিজেপি, বলছে একাধিক এক্সিট পোল রিপোর্ট

Jharkhand

মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ড (Jharkhand) বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এখন সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বহু প্রত্যাশিত এক্সিট পোলের দিকে এখন সকলের নজর। একদিকে, বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই নির্বাচন প্রেস্টিজিয়াস ফাইট। অন্যদিকে, ক্ষমতা বজায় রাখতে মরিয়া লড়াই মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রার্থী হেমন্ত সোরেনের। যদিও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী (Exit Poll 2024) ঝাড়খণ্ডে এবার সরকার গঠন করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ফলে, সব কিছু ঠিকঠাক থাকলে এবার ঝাড়খণ্ডে পালাবদল হওয়া শুধু সময়ের অপেক্ষা।

গতবার কী ফল ছিল? (Jharkhand)

ঝাড়খণ্ড (Jharkhand) বিধানসভায় মোট আসন সংখ্যা ৮১টি। ২০১৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩০টি আসনে জিতেছিল। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ১৬টি আসন। আর আরজেডি একটি আসনে জিতেছিল। অর্থাৎ জোটের ঝুলিতে মোট ৪৭টি আসন গিয়েছিল। এই জোটই সরকার গড়েছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন হেমন্ত সোরেন। ২৫টি আসনে জিতেছিল বিজেপি। দুটি আসনে জিতেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু)। এবার দু’দফায় ভোট হয়। আজ, বুধবার ছিল শেষ দফার ভোট। ২৩ নভেম্বর ফল ঘোষণা হবে।

আরও পড়ুন: ২৫ হাজার কার্ডের নম্বর এক! রাজ্যে বিপুল ডুপ্লিকেট ভোটার কার্ড আবিষ্কার কমিশনের

টাইমস নাও- জেভিসি এক্সিট পোল অনুযায়ী এনডিএ আসছে

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, ভোটারদের প্রভাবিত না করার জন্য সমস্ত ভোটের পর্যায় শেষ হওয়ার পরেই ভারতে এক্সিট পোল প্রকাশ করা যেতে পারে। ঝাড়খণ্ডের (Jharkhand) ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এক্সিট পোলের রেজাল্টই রাজনৈতিক আলোচনায় প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। টাইমস নাও- জেভিসি ঝাড়খণ্ডে এনডিএ সরকার যে এবার ক্ষমতায় আসতে চলেছে তার ইঙ্গিত দিয়েছে। টাইমস নাও-জেভিসি এক্সিট পোল অনুযায়ী, বিধানসভার ৮১টি আসনের মধ্যে এনডিএ পেতে চলেছে ৪০-৪৪টি আসন। ইন্ডি জোটের ঝুলিতে থাকবে ৩০-৪০টি আসন। আর অন্যান্যরা পাবে ১-১টি আসন। 

এবিপি ম্যাট্রিজের এক্সিট পোলেও এনডিএ

এবিপি ম্যাট্রিজের এক্সিট পোলের হিসেব অনুযায়ী,ঝাড়খণ্ডে (Jharkhand) বিজেপি সরকার আসতে চলেছে। এই রাজ্যে ৮১টি আসনের মধ্যে ৪২ থেকে ৪৭টি, প্রায় ৪৫ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন। অন্যরা পেতে পারে ১-৪টি আসন।

এনডিএ সরকার গঠনের পক্ষে রায় পিপলস পালসের এক্সিট পোল

পিপলস পালস সমীক্ষা অনুযায়ী, ঝাড়খণ্ডে (Jharkhand) এনডিএ সরকার গড়বে বলে ইঙ্গিত মিলেছে। তাদের এক্সিট পোল অনুযায়ী, ৮১টি আসনের মধ্যে এনডিএ ৪৪-৫৩টি আসন পাবে। ইন্ডি জোট পাবে ২৫-৩৭টি আসন। আর অন্যান্যরা পাবে ৫-৯টি আসন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share