PFI: ‘নিষিদ্ধ সংগঠন মানহানির মামলা করতে পারে না’, পিএফআই-এর আবেদন খারিজ কেরল হাইকোর্টে

kerala_hc

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির ভারত প্রকাশন মিডিয়া হাউস লিমিটেডের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল কেরলের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)। এই প্রকাশনী সংস্থার অধীনেই রয়েছে অর্গানাইজার পত্রিকা। গত ২৬ নভেম্বর কেরল হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি পিভি কুনহিয়কৃষ্ণাণ নিজের রায়ে জানিয়েছেন যে পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া হল একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন। তাই এরা কোনও রকমের মানহানির অভিযোগ দায়ের করতে পারে না। কারণ, এই সংগঠনের আইনি সত্ত্বা বলে কিছু নেই। প্রসঙ্গত, ভারত প্রকাশনের প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই ভারত প্রকাশনের অধীনেই বের হয় অর্গানাইজার ও পাঞ্চজন্য পত্রিকা।

২০১৭ সালে করা হয় মানহানির মামলা

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) অর্গানাইজার পত্রিকায় প্রকাশিত একটি খবরের জন্য ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মানহানির মামলা করে। প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করা হয়নি। তাই তারা আদালতে মামলা করতে পেরেছিল তখন। সে সময়ে ভারতে চালু ছিল ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি। প্রসঙ্গত, আইপিসির ৪৯৯ নম্বর ধারা অনুযায়ী মানহানির মামলা করেছিল পিএফআই। কিন্তু বিচারক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বর্তমানে যেহেতু নিষিদ্ধ এই সংস্থা, তাই এই মানহানির মামলার গ্রহণযোগ্যতা নেই। 

২০২২ সালে নিষিদ্ধ করা হয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI)

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে কেরল হাইকোর্টের (Kerala High Court) রায়ে। প্রসঙ্গত ওই দিনই পপুলার ফ্রন্ড অফ ইন্ডিয়া এবং তার সহযোগী সংস্থাগুলিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের দ্বারা নিষিদ্ধ করা হয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share