চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

মেষ

১) স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে।

২) কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে।

৩) দিনটি প্রতিকূল।

বৃষ

১) একাধিক পথে আয় বাড়তে পারে।

২) দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

৩) দিনটি অনুকূল।

মিথুন

১) আগুন থেকে বিপদের আশঙ্কা।

২) সংসারের জন্য অনেক করেও বদনাম হবে।

৩) সাবধানতা অবলম্বন করুন।

কর্কট

১) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

২) প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

সিংহ

১) ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে।

২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

৩) সংযম রাখুন।

কন্যা

১) বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে।

২) প্রেমে বিবাদ বাধতে পারে।

৩) দিনটি প্রতিকূল।

তুলা

১) ব্যবসায় চাপ থাকলেও আয় বৃদ্ধি পাবে।

২) বুদ্ধির দোষে কোনও কাজ পণ্ড হতে পারে।

৩) পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

বৃশ্চিক

১) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।

২) ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে।

৩) সবাই আপনার প্রশংসা করবে।

ধনু

১) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে।

৩) বাণীতে সংযম রাখুন।

মকর

১) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়।

২) ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার।

৩) দিনটি কম বেশি ভালোই কাটবে।

কুম্ভ

১) বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে।

২) কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা।

৩) দিনটি প্রতিকূল।

মীন

১) খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

২) পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।