চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) দিনটা কোনও মতেই ভালো না।
২) যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে।
৩) মানসিক চাপ বেড়েই চলবে।
বৃষ
১) দিনটা যোগাযোগের পক্ষে অনুকূল হলেও প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে।
২) কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ।
৩) সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক।
মিথুন
১) সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।
২) বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন।
৩) শরীর চলনসই থাকবে দিনভর।
কর্কট
১) কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই।
২) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
৩) অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।
সিংহ
১) অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন।
২) নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে।
৩) কর্মক্ষেত্র চলনসই ব্যবহার পাবেন সকলের কাছে।
কন্যা
১) কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে।
২) উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে।
৩) নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে।
তুলা
১) বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন।
২) কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে।
৩) আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না।
বৃশ্চিক
১) আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক।
২) ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে।
৩) কোনও কাজে বেড়িয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে।
ধনু
১) নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে।
২) অযথা অর্থ ব্যয় ও পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দেবে।
৩) স্বজন বিষয়ক দুশ্চিন্তা বাড়বে।
মকর
১) কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন।
২) নিকট সম্পর্কের কারও সাথে মতবিরোধ ও অকারণ কারও বিরক্তিভাজন হবেন।
৩) গৃহে অতিথির আগমন ও নিজ দোষে কোনও ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ
১) নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।
২) পূর্বসূত্রে অর্থলাভ ও কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন।
৩) হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
মীন
১) কোনও সাদা দ্রব্য লাভ হবে।
২) কোনও স্বজনের জন্য দুর্ভাবনা দেখা দেবে।
৩) উচ্চপদস্থ ব্যক্তির সাথে পরিচয় হবে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
Leave a Reply