চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

মেষ

১) মনের মতো পরিবেশ পেতে পারেন।

২) দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে।

৩) দিনটি অনুকূল।

বৃষ

১) সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন।

২) ব্যবসায় ভালো লাভের সময়।

৩) দিনটি অনুকূল।

মিথুন

১) মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ।

২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

৩) সতর্কভাবে চলাফেরা করুন।

কর্কট

১) অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে।

২) আয়ের দিক থেকে দিনটি ভালো।

৩) ব্যবসায় লাভ।

সিংহ

১) কোনও ভাল কাজ না হওয়ায় মনঃকষ্ট।

২) নতুন চাকরির চেষ্টা করতে পারেন।

৩) দিনটি প্রতিকূল।

কন্যা

১) রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে।

২) সারা দিন ব্যস্ত থাকতে হবে।

৩) সবাই আপনার প্রশংসা করবে।

তুলা

১) কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে।

২) পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।

৩) নিজের বাক্যে সংযম রাখুন।

বৃশ্চিক

১) কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন।

২) সংসারে ব্যয় কমানোর আলোচনা।

৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

ধনু

১) সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে।

২) প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন।

৩) সবাইকে বিশ্বাস করবেন না।

মকর

১) কোনও আশা ভঙ্গ হতে পারে।

২) দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে।

৩) হতাশ হবেন না কোনওভাবে।

কুম্ভ

১) অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ।

২) শরীরে কষ্ট বাড়তে পারে।

৩) সাবধানে চলাফেরা করুন।

মীন

১) শরীরে যন্ত্রণা হতে পারে।

২) প্রেমে বিরহ দেখা দিতে পারে।

৩) ধৈর্য্য ধরতে শিখুন।

DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।