Loksabha Vote: মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা লোকসভা ভোট! রাজ্যে নোডাল অফিসার নিয়োগ কমিশনের

election_commission

মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসারের নাম স্থির করল নির্বাচন কমিশন। এক্ষেত্রে নবান্নের পাঠানো ছ’জন পুলিশকর্তার নামই বাতিল করেছে কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Vote) এডিজি (লিগ্যাল) আনন্দ কুমারের নামে সিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশন যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন, তা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের মতো ২০২৪ সালেও ৭ দফাতেই হতে পারে ভোট (Loksabha Vote)। প্রসঙ্গত, জম্মু -কাশ্মীরের থেকেও ভোটে বেশি বাহিনী পশ্চিমবঙ্গের জন্য চেয়েছে কমিশন। এক কথায় যা নজিরবিহীন। লোকসভা ভোটে রাজ্যের জন্য ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন।

২৪ ফেব্রুয়ারি জেলাশাসক এবং পুলিশ সুপারদের প্রস্তুতি বৈঠক

অন্যদিকে, ভোটের আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে আগামী ২৪ ফেব্রুয়ারি সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপারদের সশরীরে বৈঠকে থাকার নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়। এনিয়ে গতকাল শুক্রবারই সিইও আরিজ আফতাব ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকটি করেন। ফুলবেঞ্চের কাছে তাঁরা কী রিপোর্ট দেবেন, তা খতিয়ে দেখতেই সম্পন্ন হবে ২৪ ফেব্রুয়ারির বৈঠক। প্রসঙ্গত, রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনের (Loksabha Vote) ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলার উপর।

নোডাল অফিসার আনন্দ কুমার

অন্যদিকে, শুক্রবারই প্রাথমিক ভাবে ভোট প্রস্তুতির সমস্ত দিক খতিয়ে দেখেন সিইও। জেলাশাসকদের কী কী প্রয়োজন রয়েছে, অসমাপ্ত কী কাজ রয়েছে এসমস্ত কিছু জানতে চান তিনি। কমিশন সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে রাজ্যে পুলিশের নোডাল অফিসার হিসেবে প্রথম দফায় তিন পুলিশকর্তার নাম পাঠায় মমতা সরকার। কিন্তু কমিশন ওই নামগুলি গ্রহণ করেনি। এরপরে দ্বিতীয় দফায় আরও তিন পুলিশকর্তার নাম রাজ্য পাঠায় তা-ও বাতিল করে দেয় কমিশন। সূত্রের খবর, তৃতীয় দফায় আরও তিন পুলিশকর্তার নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকেই আনন্দ কুমারকে নোডাল অফিসার হিসেবে মনোনীত করল কমিশন। রাজ্য পুলিশের তরফে কোথায় কত বাহিনী মোতায়েন হবে, ভোটে (Loksabha Vote) পুলিশকর্তাদের বদলি— এসব কিছুই দেখভাল করবেন তিনি।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share