Maha Kumbh 2025: বসন্ত পঞ্চমীর ভোরেই সঙ্গমে পবিত্র ডুব ১৭ লাখ ভক্তের, সংখ্যা ছাড়াতে পারে ৫ কোটি

Sikhs are also taking holy dips Mahakumbh

মাধ্যম নিউজ ডেস্ক: বসন্ত পঞ্চমীর (Basant Panchami) পুণ্য তিথিতে সোমবার ভোরেই ১৭ লাখেরও বেশি ভক্ত ইতিমধ্যে ডুব দিয়েছেন প্রয়াগরাজের পবিত্র ত্রিবেণী সঙ্গমে। সোমবার ভোর চারটে থেকে ভক্তদের প্রচুর পরিমাণে লাইন দেখা যায় এবং তাঁরা অমৃত স্নান শুরু করেন মহাকুম্ভ মেলাতে (Maha Kumbh 2025)। সকাল সাড়ে সাতটার রিপোর্ট অনুযায়ী, ১৩টি আখড়া, যেমন মহানির্বানী, অটল জুনা ও নিরাঞ্জনী ইত্যাদি, প্রত্যেকটি আখড়া পবিত্র স্নান সেরেছে ত্রিবেণী সঙ্গমে। সকাল নটার রিপোর্ট অনুযায়ী, ৬২ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন। উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, শুধুমাত্র সোমবারই ৫ কোটি ভক্তের আগমন ঘটতে পারে কুম্ভে।

নিয়ন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Maha Kumbh 2025)

সন্ন্যাসীদের ওপরে পুষ্প বৃষ্টি করা হয় বসন্ত পঞ্চমী তিথির অমৃত স্নানে। সোমবার ভোর থেকেই একদম তদারকি শুরু করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের কন্ট্রোল রুমে বসে থেকেই তিনি পুরোটা দেখভাল করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তাঁরাই প্রয়োজনীয় নির্দেশিকা দেন। জনসমাগম নিয়ন্ত্রণের জন্য ‘অপারেশন ১১’ চালু করেছে। মূলত, বিপুল জনসমাগম নিয়ন্ত্রণে করা ১১টি বিশেষ পদক্ষেপ। এই পরিকল্পনাটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কঠোর নির্দেশনায় প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত এবং জনসমাগমে অস্বস্তি দূর করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কারণেই গোটা বসন্ত পঞ্চমী তিথির অমৃত স্নান একদম সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।

মহাকুম্ভের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট

বসন্ত পঞ্চমীর স্নানের পরে মহাকুম্ভের (Maha Kumbh 2025) অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়, অমৃত স্নান শুরু হয়েছে বিভিন্ন ঘাটে, নাগা সাধুরা স্নান করছেন, বিশ্বাস আস্থা ও ভক্তি নিয়ে। ত্রিবেণী সঙ্গম সাক্ষী থাকছে প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের।

প্রত্যেকটি আখড়ার জন্য সময় বরাদ্দ করা হয় ৪০ মিনিট

বসন্ত পঞ্চমীর স্নানে অতিরিক্ত প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছিল। এক্ষেত্রে যোগী আদিত্যনাথ সরকার নিয়ম নিয়ে নিয়েছিল ‘জিরো এরর’-র। অর্থাৎ কোনও ভুল নয়। বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে প্রত্যেকটি আখড়ার জন্য সময় বরাদ্দ করা হয় ৪০ মিনিট। জানা গিয়েছে, মহানির্বানী এবং অটল আখড়া স্নান করতে যায় ঠিক ভোট চারটে নাগাদ এবং পাঁচটা চল্লিশে দুই আখড়া ফিরে আসে।

পদদলিত হওয়ার ঘটনার পরেই বসন্ত পঞ্চমীর অমৃত স্নান

প্রসঙ্গত, মৌনী অমাবস্যার স্নানেই কুম্ভ মেলায় (Maha Kumbh 2025) দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এখনও পর্যন্ত পদদলিত হয়ে ৩০ জন ভক্তের মৃত্যুর খবর সামনে এসেছে। তারপরেই ছিল বসন্ত পঞ্চমীর অমৃত স্নান। তবে এদিন তা ভালোভাবেই সম্পন্ন হচ্ছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share