মাধ্যম নিউজ ডেস্ক: মৌনী অমাবস্যার (Mauni Amavasya) পবিত্র দিনে প্রায় ৮ কোটি তীর্থযাত্রী প্রয়াগরাজে উপস্থিত হন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে ডুব দিলে পাপমোচন হয় এবং মোক্ষ লাভ সম্ভব হয়। তার উপর এবারের কুম্ভ মেলাকে আরও বিশেষ করে তুলেছে বিরল গ্রহগত অবস্থান, যা ধর্মীয় মহলে বিরাট তাৎপর্য বহন করছে। সেই নিয়েই ৪৫ দিনের জন্য মেতে উঠেছে প্রয়াগরাজ। সঙ্গমে পুণ্যস্নান সেরে পাপমুক্ত হওয়ার আশায় দেশের নানা প্রান্ত থেকে দলে দলে ভিড় করেছেন ভক্তরা। মৌনী অমাবস্যার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চেপেই অধিকাংশ ভক্ত প্রয়াগরাজে আসেন। ভক্তদের বিশাল আগমন সামলাতে এদিন রেলওয়ে ৩৬০টিরও বেশি ট্রেন চালায়। মেলা উপলক্ষে এদিন ২২২টি বিশেষ ট্রেন চালানোর রেকর্ডও স্থাপন করেছে প্রয়াগরাজ। বুধবার এই বিশেষ ট্রেনগুলো প্রয়াগরাজের বিভিন্ন রেল স্টেশন থেকে সারাদিন চলেছে।
রেল প্রশাসনের সতর্ক দৃষ্টি
মৌনী অমাবস্যায় প্রয়াগরাজ রেলওয়ে প্রশাসন খুব ভাল কাজ করেছে বলে রেল সূত্রে খবর। এদিন প্রয়াগরাজ জংশন (এনসিআর) থেকে ১০৪টি মেলা বিশেষ ট্রেন, চেওকি থেকে ২৩টি, নৈনি থেকে ১৭টি, সোবেদারগঞ্জ থেকে ১৩টি, প্রয়াগ স্টেশন (এনআর) থেকে ২৩টি, ফতহমাউ থেকে ৫টি, রামবাগ (এনইআর) থেকে ৯টি, ঝুঁসি থেকে ২৮টি বিশেষ ট্রেন চলে। এছাড়াও ৫টি এক্সটেন্ডেড ট্রেন, ৫টি রিং রেল, ৩টি লং ডিস্টেন্স ট্রেন এবং ৬৯টি নন-টাইটেল ট্রেন পরিচালিত হয়েছে। প্রচণ্ড ভিড় যখন সকাল ৮টার দিকে সৃষ্ট হয়, খুসরো বাগ হোল্ডিং এলাকা দ্রুত সক্রিয় করা হয়। সিভিল পুলিশের সহায়তায় ভক্তদের খুসরো বাগ থেকে প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত সুসংগঠিতভাবে পরিচালনা করা হয়, যাতে তারা সহজে ট্রেনে চড়তে পারেন। এনসিআর জেনারেল ম্যানেজার উপেন্দ্র যোশী নিজে যাত্রীদের গতিবিধি নজরে রাখেন। যাত্রী নিরাপত্তায় যাতে কোনও ত্রিটি না থাকে তা দেখেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিমাংশু বাদোনি।
কেন এত ভিড়
পৌরাণিক কাহিনি অনুসারে, সমুদ্র মন্থনের পর যখন অমৃত কলস উঠে আসে, তখন অমৃতের ভাগ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে লড়াই বাধে। ইন্দ্রের ছেলে অমৃতের কলস নিয়ে পালান, তখন অসুররা তাঁকে ধাওয়া করে। সেই সময় মোট ১২টি স্থানে অমৃত চলকে পড়ে। তার মধ্যে আটটি স্থান স্বর্গে এবং চারটি স্থান মর্ত্যে। মর্ত্যের এই চার স্থান হলো প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জ্বয়িনী। ১২ দিন ধরে এই ধাওয়া চলতে থাকে। স্বর্গের এক দিন মর্ত্যের এক বছরের সমান। সেই কারণে ১২ বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। আবার, বৃহস্পতি ১২ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। বৃহস্পতির মহাজাগতিক শক্তি ১২ বছর অন্তর পৃথিবীতে এসে পড়ে বলেও ১২ বছর অন্তর আয়োজিত হয় পূর্ণকুম্ভ। আর, ১২ বার পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় একটি মহাকুম্ভ। এই কারণে ১৪৪ বছর পর আয়োজিত এই মহাকুম্ভ ঘিরে বিপুল উন্মাদনা।
Leave a Reply