Yakub Memon: ইয়াকুবের কবর সৌন্দর্যায়ন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিন্ডের 

Eknath Shinde said glorifying Aurangzeb is an act of treason

মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলায় দোষী ইয়াকুব মেমনের (Yakub Memon) কবরের সৌন্দর্যায়ন (Grave Beautification) করা হয়েছে কার নির্দেশে তা জানতে বৃহস্পতিবারই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের (Maharasthra) উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। এবার ওই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার (Shiv Sena) একনাথ শিন্ডেও (Eknath Shinde)। তিনি জানান, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  

১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে নিহত হন ২৫৭ জন। ওই ঘটনায় অন্যতম চক্রী ছিল ইয়াকুব। ঘটনার পরে পরেই গ্রেফতার করা হয় তাকে। দোষী সাব্যস্ত হওয়ায় ফাঁসির আদেশ দেয় আদালত। ২০১৫ সালে নাগপুর সেন্ট্রাল জেলে কার্যকর করা হয় ফাঁসির আদেশ। তার আগে দু দুবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল সে। দুবারই খারিজ হয়ে যায় তার প্রাণভিক্ষার আবেদন। এহেন কুখ্যাত ইয়াকুবের কবর সৌন্দর্যায়ন করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ।

দীর্ঘদিন ধরে অন্ধকারেই ঢাকা ছিল ইয়াকুবের কবর। মাস কয়েক আগে কবরস্থান সাজানো হয় এলইডি লাইট দিয়ে। কবর সাজানো হয়েছে গ্রানাইট পাথর ও মার্বেল দিয়েও। বিজেপির অভিযোগ, মহারাষ্ট্রের মহাবিকাশ আগাড়ি জোট সরকারের আমলেই করবের সৌন্দর্যায়ন করা হয়েছিল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। শিবসেনা নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আম্বাদাস দাঁভের দাবি, বিজেপির অভিয়োগ ভিত্তিহীন। তিনি বলেন, প্রশ্ন হল, কেন ফাঁসির পর দেহ হস্তান্তর করা হল তাঁর পরিবারকে? তাঁর দাবি, কবরের সৌন্দর্যায়ন করা হয়েছিল পাঁচ বছর আগে।

আরও পড়ুন : ইয়াকুব মেমনের কবর সৌন্দর্যায়ন, তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

শিন্ডে বলেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শুরুও হয়ে গিয়েছে। তিনি জানান দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির মহারাষ্ট্র রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, উদ্ধব ঠাকরে সরকারের আমলেই হয়েছিল কবরের সৌন্দর্যায়ন। মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের গুরুত্বপূর্ণ সব ঘটনাই জানানো হত। তিনি বলেন, তাহলে উদ্ধব ঠাকরে বিষয়টি জানেন না, এটা হতে পারে না। বিজেপির রাজ্য সভাপতি বলেন, জোটসঙ্গীদের খুশি রাখতে এবং ক্ষমতায় টিকে থাকতে এটা করেছিলেন ঠাকরে। আপোশ করেছিলেন হিন্দুত্ব অ্যাজেন্ডার সঙ্গে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share