মাধ্যম নিউজ ডেস্ক: আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা-১ (Egra) ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল এলাকায়।স্থানীয় তৃণমূল নেতার বাড়িতেই এই বিস্ফোরণ ঘটেছে বলে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এই ঘটনায় ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে উদ্ধার কাজ চলছে। দমকলের এক আধিকারিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দেহগুলি ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়েছিল। এলাকায় আগুন ধরে যায় একটি বাড়িতে। তৈরি হয় চরম আতঙ্ক। ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে। এর আগেও পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ২০২২ সালের ডিসেম্বর মাসে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনায় ৩ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল।
ঠিক কী ঘটেছিল?
এগরার (Egra) সাহারা অঞ্চলের খাদিকুল গ্রামে একটি বাড়িতে বাজি তৈরি হচ্ছিল। বেশ কয়েকজন ঘরের ভিতরে ছিলেন। আচমকা বিস্ফোরণ ঘটে। গোটা এলাকা কেঁপে ওঠে। বাড়িটির ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে বাড়িটি শ্মশানভূমিতে পরিণত হয়। বাড়ির ভিতরে যাঁরা ছিলেন, তাঁদের কয়েকজন গুরুতর জখম হন। বাকিদের মৃত্যু হয়। তবে, কতজনের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করে এলাকাবাসী বলতে পারেননি। পরে ৯টি দেহ উদ্ধার হয়। অনেক দূর থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। আশপাশের গ্রামের মানুষও ছুটে আসেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
কী অভিযোগ এলাকাবাসীর?
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশকে টাকা দিয়ে গ্রামের মধ্যে রমরমিয়ে এই বাজি কারখানা চলত। পুলিশ জেনেবুঝেও কিছু বলত না। আর পুলিশের উদাসীনতার জন্যই আজ এতবড় ঘটনা ঘটেছে। তবে তাঁরা বলেন, কী করে বিস্ফোরণ হল, তা আমরা জানি না। ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করছি। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছি।
কী বললেন পুলিশ আধিকারিক?
জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ওই বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। একাধিকবার পুলিশ ব্যবস্থা নিয়েছে। এদিন বাজি তৈরি হওয়ার সময় সেখানেই কোনওভাবে বিস্ফোরণ হয়েছে। ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছি। ফরেন্সিক পরীক্ষার পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালানো হবে।
ট্যুইট করলেন শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, এগরার (Egra) সাহারা অঞ্চলের স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণপদ বাগের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বহু লোকের মৃত্যু হয়েছে। মমতার পুলিশ মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়ার আগে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply