Massive Explosion: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৮, আহত ১২

Untitled_design(163)

মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ (Massive Explosion) তামিলনাড়ুর বাজি কারখানায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ মহিলা সহ ৮ জনের। আশঙ্কাজনক রয়েছেন এখনও কমপক্ষে ১২ জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাজি কারখানার পাশের একটি হোটেল বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। পাশাপাশি চারটি বহুতলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকালে ঘটে এই ভয়াবহ ঘটনাটি। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। আহত ও নিহতদের পরিবার ও নিকটাত্মীয়দের ক্ষতিপূরণও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে তামিলনাড়ু সরকারের তরফেও আলাদাভাবে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

কীভাবে ঘটল বিস্ফোরণ (Massive Explosion)?

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কৃষ্ণগিরি জেলার পাঝায়াপেত্তাই এলাকা বিস্ফোরণের (Massive Explosion) আওয়াজে কেঁপে ওঠে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বাজি কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। তারপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। আগুন নেভানো হয়। পুলিশ জানিয়েছে, কারখানার ভিতর দাহ্য পদার্থের পরিমাণ প্রচুর ছিল। তাই আগুন নেভাতে দেরি হয়। ধ্বংসাবশেষের নীচে কেউ আটকে রয়েছে কিনা সে খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনও স্পষ্ট তথ্য মেলেনি এব্যাপারে। ঠিক কী কারণে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কী বলছেন স্থানীয়রা?

বিস্ফোরণের (Massive Explosion) পরেই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা কাজ শুরু করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “হঠাৎই জোরালো একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তার পরই চিৎকার চেঁচামেচি, হুড়োহুড়ি পড়ে যায়। পাশেই বাজি কারখানা। সেখানে বিস্ফোরণ হয়েছে। ভয়াবহ দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছিল। কারখানা চত্বরে বেশ কয়েক জনের ঝলসানো দেহ পড়ে ছিল।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share