Ration Scam: ‘‘জ্যোতিপ্রিয়র নির্দেশেই মন্ত্রীর সংস্থার ডিরেক্টর করা হয় মা ও স্ত্রীকে’’, দাবি প্রাক্তন আপ্ত-সহায়কের

চাঞ্চল্যকর তথ্য উঠে এল জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বয়ানে...
ration_scam
ration_scam

মাধ্যম নিউজ ডেস্ক: এবার চাঞ্চল্যকর তথ্য (Ration Scam) উঠে এল জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বয়ানে। মূলত মন্ত্রীর নির্দেশেই তাঁর মা এবং স্ত্রীকে জ্যোতিপ্রিয়র সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল। এমনই বিবৃতি দিয়েছেন প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাস। তিনি জানিয়েছেন, মন্ত্রীর সংস্থার ডিরেক্টর করতে তাঁর মা এবং স্ত্রীকে প্রস্তাব দেন জ্যোতিপ্রিয়, যে অনুরোধ তিনি ফেলতে পারেননি। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়কের পদ ছাড়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর মা এবং স্ত্রীকেও সরিয়ে এনেছেন বলে দাবি অভিজিৎ দাসের। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানোর সময় মেরুন ডায়েরির হদিশ পায় কেন্দ্রীয় সংস্থা। এই ডায়েরি রেশন দুর্নীতির তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর স্ত্রী এবং মা সংস্থার ডিরেক্টর পদে থাকলেও ওই সংস্থাগুলি (Ration Scam) থেকে কোনও টাকা পাননি বলেই দাবি অভিজিতের।

সংবাদমাধ্যমকে দেওয়া অভিজিৎ দাসের বিবৃতি

প্রসঙ্গত, ২০১১ সালেই ক্ষমতায় আসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই বছর থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়কের কাজ করতেন অভিজিৎ দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমার মা এবং স্ত্রীকে সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। মন্ত্রী যখন নির্দেশ দেন, তা তো পালন করতেই হবে। তাঁর অনুরোধও এক প্রকার নির্দেশই। আমি ইডিকে সবই জানিয়েছি। ওই সংস্থায় কী লেনদেন হয়েছিল, জানি না। ২০১৪ সালেই আমার মা এবং স্ত্রী সংস্থা (Ration Scam) থেকে সরে আসেন।’’

কোন দুটি সংস্থার ডিরেক্টর ছিলেন অভিজিতের মা ও স্ত্রী?

জানা গিয়েছে 'হনুমান রিয়েলকর্ন প্রাইভেট লিমিটেড' এবং 'গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড' নামের দুটি সংস্থায় শেয়ারের মাধ্যমে টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং এই দুটি সংস্থার (Ration Scam) ডিরেক্টর পদে ছিলেন অভিজিতের মা এবং স্ত্রী। এনিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কোনও সাধারণ ব্যক্তি বা আপ্ত সহায়কের পক্ষে এভাবে কাউকে সংস্থার ডিরেক্টর পদে বসানো সম্ভব নয়। এটা আসলে আরও একবার প্রমাণ করে দেয়, রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles