মাধ্যম নিউজ ডেস্ক: এক সিভিক ভলান্টিয়ার সহ তাঁর দুই বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (Durgapur) লাউদোহার লস্করবাঁধের আদিবাসীপাড়ায়। স্থানীয় বাসিন্দারা তিন ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মঙ্গল সোরেন, সুমি সোরেন ও সুকুমনি সোরেন। এর মধ্যে মঙ্গল সোরেন লাউদোহা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। তাঁর বোন সুমি সোরেন কলকাতায় নার্সের কাজ করতেন। সপ্তাহ দুয়েক আগে তিনি বাড়িতে আসেন। মঙ্গলের অপর বোন বাড়িতেই থাকত।
ঠিক কী ঘটেছিল?
মঙ্গলের বাবা হপনা সোরেন প্রাক্তন ইসিএল কর্মী। তাঁর মা কয়েক বছর আগে মারা গিয়েছেন। অন্যদিনের মতো শুক্রবার রাতে তিন ভাই বোন ঘরের মধ্যে শুয়েছিলেন। আর মঙ্গলের বাবা হপনা সোরেন বাইরের বারান্দায় শুয়েছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ভোরে বাথরুম থেকে আসার পর দেখি ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের ভিতরে থাকা আমার তিন ছেলেমেয়ে পুড়ে মারা গিয়েছে। তবে, কী করে আগুন লাগল তা বুঝতে পারছি না।
কী বললেন প্রতিবেশীরা?
কীভাবে আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত নয় প্রতিবেশীরা। শনিবার ভোরে খবর পেয়ে পাড়ার লোক গিয়ে দেখেন, অগ্নিদগ্ধ অবস্থায় তিন ভাই বোন ঘরে পড়ে রয়েছে। ঘরের অন্যান্য আসবাবপত্রও পুড়ে গিয়েছে। প্রতিবেশী সাধন টুডু বলেন, পরিবারটি অত্যন্ত ভাল। ঘরে কোনও অশান্তি ছিল না। স্বভাবতই এই রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য এক প্রতিবেশী টিলু সোরেন বলেন, মঙ্গল আমাদের বন্ধু। প্রতিদিন আমরা মাঠে খেলতে যেতাম। তবে, পাঁচদিন ধরে ও মাঠে আসছে না। কোনও সমস্যা ছিল কি না তা জানি না। কী করে আগুন লাগল তা বুঝতে পারছি না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply