মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে ১১টি প্রস্তাব পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান তৈরির ৭৫ বছর স্মরণে লোকসভায় (Lok Sabha) তিনি এই প্রস্তাব পেশ করেন। প্রায় দু’ঘণ্টার বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর সরকারের সাফল্যের দিকগুলি তুলে ধরেন। প্রজন্ম ধরে সংবিধানকে অবমূল্যায়ন করার জন্য নেহরু-গান্ধী পরিবারকে আক্রমণ করেন। ভারতের ১৪০ কোটি নাগরিকের স্বপ্ন এবং একটি জাতি যখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তখন ফলাফল নিশ্চিত হয়, এমনটাই জোরের সঙ্গে জানান প্রধানমন্ত্রী।
উন্নত দেশ গড়ার সংকল্প (Narendra Modi)
দেশের নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “আমার সহ নাগরিক, তাদের সক্ষমতা, যুবসমাজ এবং ভারতের নারী শক্তির প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আসুন সংকল্প করি যে ২০৪৭ সালে ভারত যখন তার স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন সে একটি উন্নত দেশ হিসেবে উদযাপন করবে।” দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়, তা তিনি জানিয়ে দেন। একই সঙ্গে ভারতকে দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করা এবং দেশের রাজনীতিকে স্বজনপ্রীতি থেকে মুক্ত করার ডাক দেন। উন্নত ভারত গড়ে তোলার কাজের জন্য তিনি দেশবাসীকে শুভকামনা জানান।
আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী (Narendra Modi) যে ১১টি প্রস্তাব দিয়েছেন, সেগুলি হল
১) নাগরিক হোক বা সরকার, প্রত্যেকেরই কর্তব্য পালন করা উচিত।
২) প্রতিটি অঞ্চল এবং প্রতিটি সম্প্রদায়ের উন্নয়নের সুফল পেতে হলে সবাইকে একসঙ্গে উন্নত হতে হবে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ থাকতে হবে।
৩) দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা থাকা উচিত এবং যারা দুর্নীতি করে তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া উচিত নয়।
৪) দেশের আইন, নিয়ম এবং ঐতিহ্য অনুসরণ করে নাগরিকদের গর্ববোধ করা উচিত।
৫) ভারতকে দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করা উচিত এবং দেশের ঐতিহ্য নিয়ে গর্ব করা উচিত।
৬) দেশের রাজনীতি হতে হবে স্বজনপ্রীতি মুক্ত।
৭) সংবিধানকে সম্মান করতে হবে; রাজনৈতিক লাভের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।
৮) সংবিধানের চেতনাকে সম্মান করা উচিত এবং যারা এটি পাচ্ছেন তাদের কাছ থেকে সংরক্ষণ কেড়ে নেওয়া উচিত নয়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার সমস্ত প্রচেষ্টা বন্ধ করতে হবে।
৯) মহিলাদের নেতৃত্বে উন্নয়নে ভারত বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠুক।
১০) রাষ্ট্রের উন্নয়নের মাধ্যমে জাতির উন্নয়ন, এটাই হওয়া উচিত আমাদের উন্নয়ন মন্ত্র।
১১) ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ (এক ভারত, একটি ভারত যা উৎকৃষ্ট) এর লক্ষ্য সর্বোত্তম হওয়া উচিত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply