মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি ভারতে অত্যন্ত উৎসাহ ও গর্বের সঙ্গে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day 2025)। ভৌত বিজ্ঞানে নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী সিভি রামন আবিষ্কৃত রামন এফেক্টের আবিষ্কারকে চিরস্মরণীয় করে রাখতেই এই বিশেষ দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থী, বিজ্ঞানী এবং গবেষকদের অনুপ্রাণিত করা হল জাতীয় বিজ্ঞান দিবসের উদ্দেশ্য। এই দিনটি বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব বোঝার এবং সমাজে এর অবদানকে স্বীকৃতি দেওয়ার সুযোগ দেয়।
জাতীয় বিজ্ঞান দিবসের উদ্দেশ্য
জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day 2025) উদযাপনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞানের গুরুত্ব এবং এর প্রয়োগের বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটি প্রতি বছর ভারত প্রধান বিজ্ঞান উৎসব হিসেবে পালিত হয়। মানুষের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক প্রয়োগের গুরুত্ব তুলে ধরা। মানবজাতির কল্যাণে বিজ্ঞানের ব্যবহার করা। বিজ্ঞানের উন্নয়ন এবং নতুন প্রযুক্তি বাস্তবায়ন করা। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করাই হল জাতীয় বিজ্ঞান দিবসের লক্ষ্য। ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ও ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে প্রতি বছর ন্যাশনাল সায়েন্স ডে উদযাপিত হয়। মূলত দেশের বিজ্ঞান প্রতিষ্ঠান ও রিসার্চ ল্যাবরেটরিগুলিতে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। জনগনের উদ্দেশে ভাষণ, রেডিও ও টেলিভিশন প্রোগ্রাম, বিজ্ঞানের সিনেমা, বিজ্ঞান প্রদর্শনী ও ডিবেট ও কুইজের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।
জাতীয় বিজ্ঞান দিবসের থিম
২০২৫ সালের জাতীয় বিজ্ঞান দিবসের (National Science Day 2025) থিম হল বৈজ্ঞানিক সমস্যা এবং চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি তৈরি করা। এই থিমটি বিজ্ঞান এবং সমাজের মধ্যে সংযোগ জোরদার করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতি বছর নতুন থিমের মাধ্যমে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস। বৈজ্ঞানিক সমস্যা এবং চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি করে তৈরি এবং সমাজে বিজ্ঞানের ভূমিকা তুলে ধরার জন্য তৈরি করা হয় সেই বছরের থিম। এই বছরের জাতীয় বিজ্ঞান দিবসের থিম হল ‘উন্নত ভারতের বিজ্ঞান উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবসমাজের ক্ষমতায়ন’।
প্রথম কবে পালন করা হয়
জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day 2025) প্রথমবার পালন করা হয় ১৯৮৭ সালের ২৮ ফেব্রুয়ারি। জাতীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এই দিনে, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, যিনি সিভি রামন নামে পরিচিত, ‘রমন এফেক্ট’ আবিষ্কার করেছিলেন৷ রামন এফেক্ট আবিষ্কারের জন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় তাঁকে। রামন এফেক্ট আবিষ্কারকে বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয়।
সিভি রামন ওরফে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন
স্যর চন্দ্রসেখর ভেঙ্কট রামন ছিলেন একজন পদার্থবিদ। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ১৯১৭ সালে মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন ৷ ১৯২৮ সালে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেন। এই কারণে ১৯৩০ সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। ১৯৩৩ সালে তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স তৈরি করেন। সেখানকার পদার্থবিদ্যা বিভাগের প্রধানের দায়িত্ব সামলান। ১৯৪৭ সালে তাঁকে রামন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের দায়িত্বভার দেওয়া হয়। ১৯৫৪ সালে, ভারতের সর্বচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয় সিভি রামনকে।
রামন এফেক্ট আবিষ্কার
ফোটন কণার অস্থিতিস্থাপক বিকিরণকে বলা হয় রামন এফেক্ট। আলো যখন কোনও স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যায়, তখন সেটির তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনের ব্যখ্যা দেয় এই রামন এফেক্ট। অর্থাৎ সহজ কথায়, আলো ভেঙে যে বিচ্ছুরণ ঘটে, তারই ব্যখ্যা রামন এফেক্ট। ১৯২১ সালে জাহাজে চেপে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরের জলে নীল আলোর বিচ্ছুরণ দেখে তাঁর মধ্যে কৌতুহল জাগে ৷ সেটির কারণ খঁজতে গিয়েই ল্যাবরেটরিতে বসে তিনি মার্কারি ল্যাম্প ও বরফের টুকরো দিয়ে পরীক্ষা শুরু করেন। এই পরীক্ষার ফল ‘রামন এফেক্ট বা রামন ক্রিয়া’ আবিষ্কার৷ দীর্ঘ সাত বছরের গবেষণার পর ১৯২৮ সালে কলকাতার ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এ এই আবিষ্কারটি করেছিলেন সি ভি রামন।
বিজ্ঞানী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সম্প্রতি, জাতীয় বিজ্ঞান দিবসকে (National Science Day 2025) স্মরণ করে দেশবাসীকে ‘এক দিনের জন্য বিজ্ঞানী’ হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশে ভারতের সাফল্যের কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে। মোদি বলেন, ‘‘ইসরো একের পর এক সাফল্য অর্জন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশে আমাদের অর্জনের তালিকা দীর্ঘ হচ্ছে। তা উৎক্ষেপণ যান তৈরি করা হোক, কিংবা বিভিন্ন ভারতীয় মহাকাশযানের সাফল্য।’’ তার পরই মোদি প্রত্যেক দেশবাসীকে ‘এক দিনের জন্য বিজ্ঞানী’ হওয়ার কথা বলেছেন। বছরের যে কোনও দিনই তা হতে পারে। সেই নির্দিষ্ট দিনে বিভিন্ন বিজ্ঞানমূলক কাজের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Leave a Reply