Nitish Kumar: জল্পনা হল সত্যি, ইস্তফা দিলেন নীতীশ কুমার

ইস্তফা নীতীশের...
nitish_kumar
nitish_kumar

মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা চলছিল, তা সত্যিও হল। ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবারই বিহারের রাজ্যপালের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন নীতীশ। জানা গিয়েছে, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার আপাতত নীতীশ কুমারকে (Nitish Kumar) কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন, যতদিন না পর্যন্ত নতুন সরকার তৈরি হচ্ছে।

কী বললেন নীতীশ কুমার? 

ইস্তফা দেওয়ার পরে নীতীশ কুমার (Nitish Kumar) যে বিবৃতি দেন তাতে তিনি বলেন, ‘‘আমি বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম এবং এই সরকারের এখানেই শেষ হচ্ছে। পদত্যাগের আগে আমি আমার ঘনিষ্ঠ মহলে পরামর্শ নিয়েছিলাম এবিষয়ে। আমি আগের জোট ছেড়ে নতুন একটি জোটে এসেছিলাম। কিন্তু এখানে পরিস্থিতি অনুকূল ছিল না। তাই আমি ইস্তফা দিলাম।’’ এরপরে তিনি বলেন, ‘‘পরবর্তী পদক্ষেপ আলোচনা করে ঠিক করা হবে।’’ এদিন ইস্তফা দেওয়ার পরে আরজেডি জোটের বিরুদ্ধে তোপ দাগেন নীতীশ কুমার। এবং বলেন, ‘‘জোটে (আরজেডি) কাজ করতে আমার খুবই সমস্যা হচ্ছিল। যখন আমি দলের কর্মী-সমর্থকদের সে কথা জানালাম, তারা তখন আমাকে পরামর্শ দিল ইস্তফা দিতে।’’

মুখ থুবড়ে পড়ল ইন্ডি জোট

প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডি জোটে প্রথম উদ্যোগ নীতীশ কুমারকে (Nitish Kumar) নিতে দেখা গিয়েছিল। এ সংক্রান্ত আলোচনার জন্য তিনি প্রথমেই আসেন নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান যে নীতীশ কুমারের পুনরায় এনডিএ শিবিরে ফিরে যাওয়াতে চরম ধাক্কা খেল ইন্ডি জোট। সূত্র মারফত জানা গিয়েছে, সকালে বিহারের রাজ্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন দলের সমস্ত বিধায়কও। এর কিছু পরে রাজভবনে পৌঁছান নীতীশ কুমার। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেন, ‘‘নীতীশ কুমারের দলের সাথে বিজেপির পুনরায় জোট হচ্ছে। সমস্ত বিজেপির বিধায়ক বিধানসভায় নীতিশের দলের পাশে থাকবে। এবং এই সরকার সামগ্রিকভাবে বিহারের মানুষদের উন্নতির জন্য কাজ করবে।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles