Jammu And Kashmir: পাক অধিকৃত কাশ্মীরে গুলিতে খতম কুখ্যাত লস্কর জঙ্গি

terrorists

মাধ্যম নিউজ ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে (Jammu And Kashmir) মসজিদের ভিতরে গুলিতে ঝাঁঝরা হল লস্কর-ই-তৈবার এক জঙ্গি। নিহতের নাম কমান্ডার রিয়াজ আহমেদ আবু কাসিম। জানা গিয়েছে, মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল এই সন্ত্রাসবাদীর নাম। শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের (Jammu And Kashmir) রাওয়ালকোটে একটি স্থানীয় মসজিদে নমাজ পড়তে আসে লস্কর জঙ্গি রিয়াজ আহমেদ। এই সময়ে একদল অজ্ঞাত পরিচিত বন্দুকবাজরা তার উপর হামলা করে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই সন্ত্রাসবাদীর।

গত জানুয়ারিতে রিয়াজের নেতৃত্বে হামলা হয় কাশ্মীরে, নিহত হন ৭ গ্রামবাসী

প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি মাসেই কাশ্মীরের (Jammu And Kashmir) রাজৌরি জেলায় জঙ্গিরা হামলা চালিয়েছিল। সাতজন গ্রামবাসীর মৃত্যু হয় এতে। ১৩ জন গ্রামবাসী জখম হন। ওই ঘটনায় মূল ষড়যন্ত্রী ছিল ছিল লস্কর-ই-তৈবার কমান্ডার রিয়াজ আহমেদ (Jammu And Kashmir)। এরপর থেকে তার সন্ধান পেতে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী।

কীভাবে নিহত হল রিয়াজ

সেখানকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে বন্দুক বাজরা মসজিদ চত্বরেই অপেক্ষা করছিল। রিয়াজ নমাজ পড়তে মসজিদের চত্বরে ঢুকলেই, আর কালবিলম্ব করেনি বন্দুকাবাজরা (Jammu And Kashmir)। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। মাথায় গুলি লাগে রিয়াজের। পাক অধিকৃত কাশ্মীরে এই মুহূর্তে চলছে ব্যাপক পাকিস্তান বিরোধী আন্দোলন। পাকিস্তান বিরোধী এই আন্দোলনে দমন-পীড়নও চালাচ্ছে সেদেশের সেনা। সেই আবহেই খুন হল লস্কর জঙ্গি।

রিয়াজের পরিচয়

জানা গেছে নিহত জঙ্গি জম্মু অঞ্চলের (Jammu And Kashmir) বাসিন্দা। ১৯৯৯ সালে সে পাকিস্তানে পালিয়ে যায়। পুঞ্চ এবং রাজৌরি জেলায় যাবতীয় সন্ত্রাসবাদের কাজে সে অন্যতম অভিযুক্ত ছিল। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে চলে আসে সে। সন্ত্রাসবাদী কার্যকলাপের পাশাপাশি সংগঠনের জন্য অর্থেরও ব্যবস্থা করত এই জঙ্গি। এখনও পর্যন্ত পাকিস্তান রিয়াজের মৃত্যুর খবর স্বীকার করেনি।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share