Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

Untitled_design(299)

মাধ্যম নিউজ ডেস্ক: দশেরা উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘ভারতবর্ষের চিরাচরিত প্রথা রয়েছে অস্ত্রকে পুজো করার। ভারতীয়রা অস্ত্রকে পুজো করে নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য। অন্য কোনও দেশকে দখল (Dussehra) করার জন্য নয়।’’ পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের শক্তি পুজো শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য নয়, উপরন্তু সারা পৃথিবীর মঙ্গল কামনায় আমরা করে থাকি।’’ 

ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

চলতি ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে নরেন্দ্র মোদির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই একই ধরনের মন্তব্য করেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘‘সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে কারণ ভারত ভূমি (Dussehra) একটা উদাহরণ তৈরি করতে পেরেছে। এখানে কখনও হিন্দুরা অন্য ধর্মকে আক্রমণ করেনি। হিন্দুদের পরধর্ম সহিষ্ণুতার কারণেই ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মত কোনও রকমের যুদ্ধ ভারতবর্ষে হয়নি।

প্রসঙ্গ রামমন্দির

দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গও। প্রসঙ্গত, আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দরজা খুলে যাবে সাধারণ ভক্তদের জন্য। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা সৌভাগ্যবান যে রাম মন্দির নির্মাণেকে আমরা প্রত্যক্ষ করতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই ভগবান রাম, মন্দিরে প্রতিষ্ঠিত হবেন।’’ প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বরের রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটায় সুপ্রিম কোর্ট এবং অযোধ্যায় রাম মন্দির তৈরি নির্দেশ দেয় আদালত। পরবর্তীকালে ২০২০ সালের অগাস্ট মাসের ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী।

বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

মঙ্গলবার সকালে দেশবাসীকে বিজয় দশমী এবং দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বিজয়া দশমীতে দেশ জুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।’’ 

 প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন বিজয় দশমীর শুভেচ্ছা জানাতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম!”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share