CBDT: বিদেশে গচ্ছিত ২৯ হাজার কোটি টাকার সম্পত্তির ঘোষণা ৩০ হাজারেরও বেশি করদাতার

Over 30K taxpayers declare Rs 29k cr foreign assets in Compliance Cum Awareness said CBDT

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ৩০ হাজার ১৬১ জন করদাতা স্বেচ্ছায় জানিয়েছেন, বিদেশে তাঁদের ২৯,২০৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, তাঁদের বিদেশে আয়ের পরিমাণ ১,০৮৯.৮৮ কোটি টাকা। এমনটাই সামনে এসেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের বিশেষ অভিযানের পরে (CBDT)। ২০২৪-২৫ অ্যাসেসমেন্ট বছরের জন্য এই ঘোষণা করা হয়েছে বলে বিভিন্ন সংবাদসংস্থার তরফে খবর প্রকাশিত হয়েছে।

বিদেশে থাকা সম্পত্তি ও আয় নিয়ে স্বচ্ছতা আনতেই এই অভিযান

জানা গিয়েছে, এদেশের করদাতারা যাতে বিদেশে থাকা তাঁদের সম্পত্তি এবং আয় নিয়ে কোনও কিছু গোপন না করেন, সেই উদ্দেশ্যেই এই অভিযান (Compliance Cum Awareness) চালানো হয়। এতেই সামনে আসে এই তথ্য। এই অভিযানের পোশাকি নাম ছিল কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন (CBDT)। এটা চালায় কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। অভিযানের অংশ হিসেবে দেশের করদাতারা স্বেচ্ছায় এই ঘোষণা করেছেন বলে জানা যাচ্ছে।

খুঁটিনাটি তথ্য (CBDT)

সিবিডিটি-র (CBDT) এমন তথ্য নির্ভর উদ্যোগের ফলে স্বেচ্ছায় করদাতারা নিজেদের বিদেশি সম্পত্তি ও আয়ের উৎস ঘোষণা করেছেন। জানা গিয়েছে, আগের থেকে এমন করদাতার সংখ্যা বেড়েছে। তথ্য বলছে, যে ৩০,১৬১ জন করদাতা তাঁদের বিদেশি সম্পদের কথা ঘোষণা করেছেন, তাঁদের মধ্যে ৫,৪৮৩ জন পুরনো তথ্য দাখিল করেছেন। অন্যান্যরা, নিজেদের বর্তমান আয়কর রিটার্নে সংশোধন করেছেন বলে জানানো হয়েছে সিবিডিটি-র দেওয়া তথ্যে । এর পাশাপাশি ৬,৭৩৪-জন ব্যক্তি তাঁদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বদল করেছেন বলে জানা গিয়েছে। এই ক্ষেত্রে ওই করদাতারা রেসিডেন্সিয়াল থেকে নন-রেসিডেন্সিয়াল হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।

২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে শুরু অভিযান

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত বছরের অর্থাৎ ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে সিবিডিটি এই উদ্যোগ শুরু করে। এই প্রচারাভিযানের মাধ্যমে করদাতাদের পরিবর্তিত আয়কর রিটার্নে তাঁদের বিদেশি সম্পত্তি এবং আয়ের কথা স্বেচ্ছায় ঘোষণার আহ্বান জানানো হয়। আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর বিশেষ জোর দেওয়া হয় কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের ওই অভিযানে।

সাধারণ মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা

নিজের ইচ্ছায় বিদেশি সম্পদের পরিমাণ জানিয়েছেন এমন করদাতার সংখ্যা ২০২১-২২ অ্যাসেসমেন্ট বছরের ৬০ হাজার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২.৩১ লক্ষ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের। অর্থাৎ ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট বছরের তুলনায় তা ৪৫.১৭ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, করদাতারা স্বচ্ছভাবে যে তথ্য দিয়েছেন তাতে পরিষ্কার সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share