মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে (Pakistan News) সম্প্রতি সন্ত্রাসবাদী হামলা বৃদ্ধি পেয়েছে বলে খবর। শনিবারও পাক সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনার সংঘর্ষ বাধে। বিশেষ করে সেদেশের খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকেই এই সন্ত্রাসী হামলা বেড়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি অভিযান চালায় পাক সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীবাদীদের সঙ্গে সেনার প্রচণ্ড সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।
পাক নিরাপত্তা বাহিনীর অভিযান (Pakistan News)
সেদেশের সরকার এনিয়ে বিবৃতি দিয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় প্রথম অভিযান (আইবিও) চলাকালে ৯ সন্ত্রাসবাদী নিহত হয়। এরপরেই পাকিস্তানের (Terrorists) উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় দ্বিতীয় অভিযান চালায় পাক নিরাপত্তা বাহিনী। এই সময় আরও ছয় সন্ত্রাসবাদী নিহত হয় বলে জানা গিয়েছে। সরকারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে নিহত সন্ত্রাসীরা এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। এই অভিযানে ৪ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।চারজন নিহত সেনার মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে। এঁরা হলেন, নায়েব সুবেদার মুহাম্মদ বিলাল (৩৯), তিনি ডেরা ইসমাইল খান জেলার বাসিন্দা। লাকি মারওয়াত জেলার বাসিন্দা ফারহাত উল্লাহ (২৭) এবং মোমান্দ জেলার বাসিন্দা হিমত খান (২৯)।
সাম্প্রতিক পরিসংখ্যান (Pakistan News)
পাকিস্তান (Pakistan News) ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে। পিআইসিএসএস-র প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ। তথ্য বলছে, এই সময়ে দেশব্যাপী কমপক্ষে ৭৪টি জঙ্গি হামলা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে পাক সরকার। এই হামলার ফলে ৩৫ নিরাপত্তা কর্মী, ২০ জন সাধারণ নাগরিক এবং ৩৬ জন সন্ত্রাসীসহ ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১১৭ জন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য, ৫৪ জন সাধারণ নাগরিক ও ১০ সন্ত্রাসী।
Leave a Reply