মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) পুলিশের সাহায্য নিয়ে শাসক তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। কিন্তু এবার উলাটপুরাণ! রাজ্য পুলিশের এক কর্মী সুকান্তের কাছে এসেই দায়িত্ব থেকে মুক্তির আর্জি জানালেন। জানালেন, ছাপ্পা ভোটে বাধা দেওয়ার জন্য তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে শাসকদলের নেতারা। মৃত্যুভয়ে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চান।
One presiding officer narrates how the TMC goons did the bogus voting and booth capturing..
This is complete mockery of the free election and democratic process.
Even courts’ instructions are not being followed. @ECISVEEP @narendramodi @AmitShah pic.twitter.com/3H6wmMV8vV
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 8, 2023
পুলিশকর্মীর আর্জি
গঙ্গারামপুরের সুখদেবপুরে ১৭৬ নম্বর বুথে ছাপ্পা ভোট পড়ছে বলে অভিযোগ তোলে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের ফোন পেয়ে ঘটনাস্থলে যান সুকান্ত। তখনই রাজ্য পুলিশের কর্মী কৃষ্ণমোহন ঝাঁ সুকান্তের গাড়ির কাছে এসে কাতর স্বরে দায়িত্ব থেকে সরে যাওয়ার আর্জি জানান। তিনি বলেন, ‘‘আমি সরতে চাইছি। আমি কী করব একা? আমায় হুমকি দিচ্ছে। আমি বলেছি, ছাপ্পা ভোট হতে দেব না। তখন বলেছে, ‘চুপচাপ থাকুন। না হয় এখান থেকে সরে যান। পুরোপুরি ছাপ্পা ভোট হবে।’’’ একই সঙ্গে কৃষ্ণমোহন বলেন, ‘‘আমার লাইন সামলানোর কথা। কিন্তু বাধ্য হয়ে বুথের ভিতরে গিয়েছি। তার পরেই মেরে ফেলার হুমকি। আমি এখন এখান থেকে সরে যেতে চাইছি।’’
আরও পড়ুন: কোচবিহারে বুথে বোমাবাজি, বিজেপির পোলিং এজেন্ট খুন, মালদায় খুন তৃণমূল কর্মী
সুকান্তর ট্যুইট
এরপরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘গোটা রাজ্যেই ভোটের (Panchayat Election 2023) নামে প্রহসন চলছে। গঙ্গারামপুরের ঘটনা দেখিয়ে দিল, কোথাও কোথাও সৎ পুলিশকর্মীরা প্রতিবাদ করলে তাঁরাও কতটা অসহায়।’’
I visited the booth No 176,Sukhdevpur, Dakshin Dinajpur today.Police personnel told that save us from these goons. These goons are taking all measures to rig this election. They aren’t even sparing police personnel.
This is the shocking reality of Didi’s ruling. @CEOWestBengal pic.twitter.com/zy1VMdQXg6
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 8, 2023
তবে সুকান্তের দাবি, বেশির ভাগ জায়গাতেই পুলিশের মদতে গোলমাল করছে তৃণমূল। তিনি বলেন, ‘‘ওই পুলিশকর্মী আমার কাছে আসার আগে তাঁর কর্তাদের কাছেও জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। আসলে উপরের কর্তারা সবটাই করছে তৃণমূলের নির্দেশ মতো।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply