PM Modi: মহাকুম্ভের পরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন, সোমনাথ মন্দিরে প্রার্থনা মোদির

PM Modi Visits Somnath Temple Gujrat After Maha Kumbh

মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ শেষ হওয়ার পরে নিজের ব্লগে ‘মনের কথা’ ও অভিজ্ঞতা লিখেছিলেন মোদি (PM Modi)। সেই লেখাতেই জানিয়েছিলেন, মহাকুম্ভে পুণ্যডুবের পরে যাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরের দর্শনে। ঠিক যেমনটা বলেছিলেন, রবিবার তেমনটাই পালন করতে দেখা গেল দেশের প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া পাঞ্জাবি

প্রধানমন্ত্রীর (PM Modi) পরনে ছিল গেরুয়া পাঞ্জাবি। ডান কাঁধে নেওয়া ওড়না। রবিবার, গুজরাটের (Gujarat) সোমনাথ মন্দিরে এই সাজেই পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, গুজরাটে তিন দিনের সফর করবেন তিনি। মাঝে এক ফাঁকে সেরে নিলেন সোমনাথ মন্দির দর্শন। তবে মন্দির দর্শনের পাশাপাশি পুজো দেন তিনি।

কী লিখলেন মোদি (PM Modi)

সোমনাথ মন্দির দর্শনের পরে নিজের এক্স মাধ্যমে মোদি (PM Modi) লেখেন, ‘‘দেশবাসীর সহযোগিতায় প্রয়াগরাজে একতার মহাকুম্ভ সম্পন্ন হয়েছে। আমি সংকল্প করেছিলাম, মহাকুম্ভের শেষে আমি শ্রী সোমনাথের পুজো করব। আজ, সোমনাথ মন্দিরে প্রার্থনা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি প্রত্যেক ভারতীয় নাগরিকের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি। এই মন্দিরটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং বীরত্বকে প্রতিফলিত করে।’’

আজ সোমবারও রয়েছে একাধিক কর্মসূচি

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় গুজরাটের (Gujarat) জামনগর বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী (PM Modi)। একাধিক কর্মসূচি নিয়ে নিজের রাজ্যের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এদিন সকালে গুজরাটে অনন্ত আম্বানির তৈরি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’ সফরেও যান মোদি। তারপর সেখান থেকে পৌঁছে যান সোমনাথ মন্দির দর্শনে। পাশাপাশি, আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আজ সোমবার ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি।

৫ ফেব্রুয়ারি করেন পুণ্যস্নান

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজের মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুণ্যস্নান সারেন। সেদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট। রুদ্রাক্ষের মালাও ছিল তাঁর হাতে। কুম্ভস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করতে দেখা যায় দেশের প্রধানমন্ত্রীকে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share