PM Surya Ghar Scheme: প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সাফল্য, প্রথম বছরেই ৮.৫ লক্ষ বাড়িতে বসল সৌর বিদ্যুৎ

pm surya ghar scheme powers 8.5 lakh homes with rooftop solar panel in first year

মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি ভারতীয়র জন্য অপেক্ষা করে রয়েছে বিশেষ সুখের দিন। দেশের প্রতিটি ঘরে কার্বন মুক্ত বিদ্যুৎ পৌঁছে দিতে যাওয়ার কাজ শুরু করেছে মোদি সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর স্কিম’। ২০২৭ সালের মধ্যে ভারতের ২৭ মিলিয়ন ঘরে এই প্রকল্পের বাস্তবায়ন হবে। সেই প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কথা ঘোষণা করলেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের এক বছর পূর্তিতে ৮.৫ লাখ পরিবার সফলভাবে ছাদে সোলার সংযোগ স্থাপন করেছে।

এই প্রকল্পের লক্ষ্য ও অগ্রগতি

২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হওয়া প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের লক্ষ্য এক কোটি সোলার-পাওয়ার বাড়ি স্থাপন করা। সংসদে ইতিমধ্যে এবিষয়ে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। ইতিমধ্যে ১ দশমিক ৪৫ লক্ষ আবেদন জমা পড়েছে। সমস্ত কাজ শেষ হলে মোট ৬ লক্ষ ৩৪ হাজার ঘরে চলবে এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। এই এই প্রকল্পের জন্য মোট খরচ পড়বে ৭৫,০২১ কোটি টাকা। দেশের মোট ১ কোটি বাড়ির ছাদে বসানো হবে এই সৌর বিদ্যুৎ পরিষেবা। এই কাজে সরকার ভর্তুকি দেবে। প্রথমে এই প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। গত ডিসেম্বর মাসে, সংসদীয় স্থায়ী কমিটি শক্তি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছিল যে, অক্টোবর ২০২৪ পর্যন্ত শুধুমাত্র ৫ লাখ ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। এছাড়াও ২০ লাখ আবেদন পোর্টালে জমা পড়ার কথাও বলে তারা। প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত দেরির কারণ হিসেবে সরকার আবহাওয়া সম্পর্কিত প্রতিবন্ধকতাকে দায়ী করেছে। তবে, সরকারের আশা ২০২৪-২৫ অর্থ বছরে ১২ লাখ ইনস্টলেশন সম্পন্ন হবে।

সৌর শক্তির ব্যবহার এগিয়ে ভারত

এই প্রকল্পের অধীনে, সরকারের তরফে ২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেমে ৬০ শতাংশ এবং ২-৩ কিলোওয়াট ক্ষমতার অতিরিক্ত সিস্টেমের জন্য ৪০ শতাংশ সাবসিডি দেওয়া হচ্ছে, যা ৩ কিলোওয়াটের ক্ষমতা পর্যন্ত সীমিত। বর্তমান বাজার মূল্য অনুযায়ী, ১ কিলোওয়াটের জন্য ৩০,০০০ টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি সিস্টেমের জন্য ৭৮,০০০ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে। সম্প্রতি ফিকি আয়োজিত ইন্ডিয়া এনার্জি ট্রানজিশন কনফারেন্সে মন্ত্রী প্রলহাদ জোশী ভারতের নবীকরণযোগ্য শক্তি খাতে উন্নতির কথা তুলে ধরেন। তিনি জানান, প্রতি বছর ৫০ গিগাওয়াট নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির সক্ষমতা যোগ করার পরিকল্পনা রয়েছে এবং গত দশকে ভারতের নবীকরণযোগ্য শক্তির সক্ষমতা ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০১৪ সালে ৭৫.৫২ গিগাওয়াট শক্তি পাওয়া যেত সেখানে ২০২৩ সালে ২২০ গিগাওয়াটে পৌঁছনো গিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সোলার শক্তির দাম ২০১০-১১ সালে প্রতি ইউনিট ১০.৯৫ টাকা থেকে ৮০ শতাংশ কমে ২.১৫ টাকা হয়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, ভারত বর্তমানে সাশ্রয়ী সোলার শক্তিতে বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share