World Population Day 2023: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস! প্রথম দশে কোন দেশগুলি?

Untitled_design(117)

মাধ্যম নিউজ ডেস্ক: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day 2023)। অনেক দেশের কাছেই জনসংখ্য়া হল জনসম্পদ। আবার জনবিস্ফোরণের তত্ত্বও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গেই উঠে আসে। এতে বাড়ে বেকারত্ব, কমে জীবন জীবিকার মান। তবে এসব বিতর্ক সরিয়ে রেখেই প্রতিবছর  সারা বিশ্ব জুড়ে এই দিনটিকে জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়। জনসংখ্যার নিরিখে চিনকে টপকে শীর্ষে রয়েছে ভারত।

বিশ্বের জনসংখ্যা (World Population Day 2023)

২০২২ সালের এমন সময় ওয়ার্ল্ডওমিটার বিশ্বের জনসংখ্যা গণনা করে জানিয়েছিল, ৭৯৫ কোটি। চলতি বছরের হিসেব অনুযায়ী  বিশ্বের জনসংখ্যা ৮০৪ কোটিতে পৌঁছেছে  বলে জানা গিয়েছে। অর্থাৎ এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় সাড়ে নয় কোটি। ওয়ার্ল্ডওমিটারের ক্যালকুলেটর দ্রুত গণনা করতে থাকে সবসময়ই, এবং তা এখনও কাজ করে চলেছে, সামনের বছরের হিসাব দেওয়ার জন্য। এর হিসাব অনুযায়ী, প্রতি মিনিটে পৃথিবীতে প্রায় ২৪০টি শিশু জন্মায়

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩-এর থিম

সারা বিশ্বে যে কোনও দিবস উদযাপনের পিছনে একটি উদ্দেশ্য থাকে। প্রতিবছর সেই উদ্দেশ্য পালন এবং প্রচারের জন্য নির্দিষ্ট থিমও থাকে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ এর থিম হল ‘Imagine a world where everyone all 8 billion of us has a future bursting with promise and potential.’ 

বিশ্ব জনসংখ্যা দিবসের নানা কর্মসূচি

জনসংখ্যা দিবসে লিঙ্গ সমতা, মা ও শিশুর স্বাস্থ্য, গর্ভনিরোধক ওষুধের ব্যবহার এবং যৌন সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রচারের আলোয় আনা হয়। প্রতিবেদনের শুরুতেই যে কথা বলা হয়েছে, জনসম্পদ ও জনবিস্ফোরণ তত্ত্ব। এনিয়েও মানুষকে সচেতন করা হয়। এদিনে বিভিন্ন স্থানে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়। 

জনসংখ্যার নিরিখে বিশ্বের প্রথম দশটি দেশ

১) ভারত: জনসংখ্যার নিরিখে বিশ্বে এখন শীর্ষে ভারত। ২০২৩ সালের এপ্রিল মাসে রাষ্ট্র সংঘের রিপোর্ট অনুসারে ভারতের বর্তমান জনসংখ্যা ১,৪২.৫৮ কোটি। 

২) চিন: দ্বিতীয় স্থানে রয়েছে আমাদেরই প্রতিবেশী চিন। তাদের জনসংখ্যা ১,৪২.৫৭ কোটি।

৩) আমেরিকা: তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। মার্কিন দেশের বর্তমান জনসংখ্যা ৩৩.১৯ কোটি।

৪) ইন্দোনেশিয়া: তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এই দেশটির জনসংখ্যা ২৭.৩৮ কোটি।

৫) পাকিস্তান: তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা ২৩.১৪ কোটি।

৬) ব্রাজিল: ব্রাজিল রয়েছে তালিকায় ছয় নম্বর স্থানে। ব্রাজিলের জনসংখ্যা ২১.৪৩ কোটি।

৭) নাইজিরিয়া: নাইজিরিয়া রয়েছে তালিকায় সাত ‌‌নম্বরে। ২১.৩৪ কোটি জনসংখ্যা এই দেশের।

৮) বাংলাদেশ:  তালিকার ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। এই দেশের বর্তমান জনসংখ্যা ১৬.৯৪ কোটি।

৯) রাশিয়া: রাশিয়া রয়েছে নবম স্থানে। রুশ দেশের জনসংখ্যা ১৪.৩৪ কোটি।

১০) মেক্সিকো: তালিকায় ১০ নম্বরে রয়েছে মেক্সিকো। এই দেশের জনসংখ্যা ১২.৬৭ কোটি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share