Deepavali 2023: “অন্যায়কে পরাস্ত করুক ন্যায়”, দীপাবলিতে ট্যুইট রাষ্ট্রপতির, কী লিখলেন প্রধানমন্ত্রী?

Murmu-new

মাধ্যম নিউজ ডেস্ক: দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। চলতি বছরে অযোধ্যা নগরী ২১ লাখ প্রদীপের আলোয় সেজে উঠতে চলেছে। দীপাবলিতে রামায়ণের লেসার শো দেখা যাবে রামনগরীতে। সেখানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইট

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘প্রত্যেক দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানাই। এই উৎসব সকলের জীবনে খুশি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। সকলে ভাল থাকুন।’’

রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘দীপাবলির পূণ্য লগ্নে সকল দেশবাসী এবং বিদেশে যাঁরা রয়েছেন সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। আলোর উৎসব দীপাবলিতে (Deepavali 2023) অন্ধকার দূর হোক। অশুভ শক্তির ওপর শুভ শক্তি বিজয় লাভ করুক। অন্যায়কে পরাস্ত করুক ন্যায়। আসুন আমরা সকলে মিলে আলোর এই উৎসবকে পরিবেশ-বান্ধব হিসেবে পালন করি।’’

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শুভেচ্ছা

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সকল দেশবাসীকে জানাই দাপাবলির শুভেচ্ছা।’’

শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘শ্রীরাম এবং মাতা জানকীর আশীর্বাদে আলোর এই উৎসবে সকলের জীবনে আনন্দ এবং সমৃদ্ধি আনুক।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share