Purvodaya Lit Fest: শুরু সাহিত্য উৎসব ‘পুর্বোদয় লিট ফেস্ট’, উদ্বোধনী অনুষ্ঠানে হাজির রাজ্যপাল

purvodaya Lit Fest 2025 inauguration ceremony present governor cv bose

পঙ্কজ বিশ্বাস: নানা ভাষা ও সংস্কৃতির দেশ হল ভারত। বিবিধের মাঝে মিলন মহান-এটাই ভারতের পরিচয়। এই বৈশিষ্ট্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই দু-দিন ব্যাপী সাহিত্য উৎসব শুরু হল কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে। সাহিত্য উৎসবের নাম দেওয়া হয় পুর্বোদয় লিট ফেস্ট-২০২৫ (Purvodaya Lit Fest)। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী এই সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, লেখক রাম সুধার সিং, গুঞ্জন শ্রী, বরিদ বরণ ঘোষ, অঞ্জন সাহা সহ বহু বিশিষ্ট সাহিত্যিক। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Bose) তাঁর ছাত্র জীবন এবং জেলাশাসক থাকাকালীন বেশ কিছু মজার অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তিনি বাংলা বইয়ের প্রতি তাঁর অনুরাগের কথাও তুলে ধরেন।

স্বাধীনতা আন্দোলনে সংবাদপত্র ও সাহিত্যের ভূমিকা

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বাধীনতায় সাহিত্যের অবদান (Purvodaya Lit Fest) নিয়ে আলোচনা হয়। আলোচনাচক্রে ভারতের বিভিন্ন ভাষায় সাহিত্যিকদের অবদান সম্পর্কে আলোচনা করা হয়। সেই সময় লেখকরা কীভাবে বই এবং পত্র-পত্রিকার মাধ্যমে ভারতীয়দের স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ করতেন সেই সম্পর্কে আলোকপাত করা হয়। বিশেষ করে সংবাদপত্রের ভূমিকাও আলোচিত হয় এই আলোচনা চক্রে। ইংরেজ আমলে বহু স্বাধীনতা সংগ্রামী সংবাদপত্রে তাঁদের লেখনীর মাধ্যমে দেশমাতৃকার প্রতি অবদান রেখেছিলেন। আজকের যুগে সাহিত্য সেনার চেয়ে শক্তিশালী বলে মনে করেন অনেকেই। সেটা আজ যেমন বুঝতে পেরেছেন দেশের নেতৃত্ব, একথা বুঝেছিলেন স্বাধীনতার সময়কালীন লেখকরাও। এমনই বক্তব্য উঠে আসে বিভিন্ন বক্তার বক্তব্যে।

বই বছরের পর বছর থেকে যায়, কিন্তু বৈদ্যুতিন মাধ্যম ক্ষণস্থায়ী

‘‘বর্তমান সময়ে সমাজ গড়ার ক্ষেত্রে সাহিত্যের অবদান অনস্বীকার্য। ডিজিটাল প্রগতিকে অস্বীকার করার উপায় নেই। বই বছরের পর বছর থেকে যায়, কিন্তু বৈদ্যুতিন মাধ্যম ক্ষণস্থায়ী’’ সেকথাও মনে করিয়ে দেন উপস্থিত সাহিত্যিকরা (Purvodaya Lit Fest)। দুদিনের অনুষ্ঠানে হিন্দি, বাংলা, ওড়িয়া, ভোজপুরি এবং মৈথিলি সাহিত্যের স্বাধীনতার সময় অবদান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ওড়িয়া সাহিত্যে বর্তমানে কী ট্রেন্ড চলছে, এই প্রসঙ্গেও আলোচনা হয়। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন ডক্টর সুব্রত কুমার প্রুস্তি, শ্রীমতি নম্রতা চাড্ডা প্রমুখ। প্রথম দিনের দ্বিতীয় ভাগে সাহিত্যের মাধ্যমে পূর্ব ভারতের প্রকৃতি পর্যবেক্ষণ, এর চ্যালেঞ্জ এবং পূর্বানুমান নিয়ে আলোচনা হয়। এছাড়াও এই সাহিত্য উৎসবে বেশ কিছু পুস্তক উন্মোচন হয়।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share