মাধ্যম নিউজ ডেস্ক: ব্রেন স্ট্রোকে আক্রান্ত অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত (Ram Mandir) মহন্ত সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das)। জানা যাচ্ছে তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাঁকে অযোধ্যার রাম হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে ভর্তি করা হয় লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। আজ সোমবার হাসপাতালের তরফেই তাঁর স্বাস্থ্যের বিষয়ে জানানো হয়েছে।
ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীও তিনি (Ram Mandir)
এক বিবৃতিতে হাসপাতালের তরফে জানানো হয়েছে, রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় ৮৫ বছর বয়সি মহন্ত সত্যেন্দ্র দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেনস্ট্রোকে আক্রান্ত তিনি। এর পাশাপাশি সত্যেন্দ্র দাস ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীও। বর্তমানে নিউরোলজি বিভাগের এইচডিইউতে ভর্তি রয়েছেন তিনি। সোমবার সন্ধে পর্যন্তও তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলেই জানা যাচ্ছে। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই খবর। তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসঙ্গত, অযোধ্যার মন্দিরে সহকারী পূজারী প্রদীপ দাস, সত্যেন্দ্র দাসের দ্রুত আরোগ্য কামনা করেন।
আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল মাত্র ২০ বছর বয়সেই
জানা যায়, রামলালা যখন তাঁবুতে ছিলেন তখন থেকেই অস্থায়ী মন্দিরের পুরোহিত ছিলেন সত্যেন্দ্র। এর পর থেকে তিনি ওই পদেই রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি রাম জন্মভূমি সম্পর্কিত নানা বিষয়ের সঙ্গে যুক্ত। একাধিক ধর্মীয় ইস্যুতে তাঁকে মন্তব্য করতেও শোনা যায় প্রায়ই। রাম মন্দিরের (Ram Mandir) দীর্ঘতম সময়ের পুরোহিত তিনিই। জানা যায়, নির্বাণ আখড়ার এই সন্ন্যাসীর আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল মাত্র ২০ বছর বয়সেই (Ram Mandir)। অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা সংবাদমাধ্যমকে জানান, যাঁরা অযোধ্যা আন্দোলনের ইতিহাস জানেন, তাঁদের অন্যতম মহন্ত সত্যেন্দ্র দাস। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
Leave a Reply