মাধ্যম নিউজ ডেস্ক: “আপনি স্বাধীনভাবে কাজ করুন। ভোটে অশান্তি কোনওভাবেই যেন বরদাস্ত করা না হয়। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করতে হবে। কমিশনের যেন নিরপেক্ষ ভূমিকা থাকে।” রবিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে এমনই বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।
রাজভবনে রাজীব
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অশান্ত হয়েছে রাজ্য। মনোনয়নপত্র পেশ-পর্বে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৭ জন (প্রশাসনের দাবি ৫ জন)। রাজ্যজুড়ে হিংসার আবহে রাজীবকে তলব করেছিলেন রাজ্যপাল। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে রাজভবন এড়িয়ে যান রাজীব। এর পরেই নির্বাচন কমিশনার হিসেবে রাজীবের যোগদান রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল। তার পরেই রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে যান রাজীব। বের হন ঘণ্টা দুয়েক পর।
রাজ্যপালের বার্তা
এদিন রাজ্যপাল (CV Ananda Bose)-রাজীব বৈঠকে নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচনের জন্য প্রস্তুতি কী কী নেওয়া হয়েছে, রাজ্যপালকে তা বিশদে অবগত করেন রাজ্য নির্বাচন কমিশনার। তার পরেই রাজীবকে রাজ্যপালের বার্তা, “আপনি স্বাধীনভাবে কাজ করুন।” রাজীবকে রাজ্যপাল আরও বলেন, “রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে। কোথাও গন্ডগোলের অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটাররা যেন বাধা না পান। অভিযোগ পেলেই গুরুত্বের সঙ্গে তা খতিয়ে দেখতে হবে। রাজভবন কোনও রিপোর্ট চাইলে তাও দিতে হবে।”
আরও পড়ুুন: মোদির মুকুটে নয়া পালক, পিরামিডের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী
নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনীকে যাতে ঠিকঠাক কাজে লাগানো হয়, সে কথাও রাজীবকে জানিয়ে দেন রাজ্যপাল। স্পর্শকাতর বুথে বাড়তি নজর দেওয়ার কথাও বলেছেন। রাজ্যে হিংসার আবহে রাজভবনে খোলা হয়েছিল পিস রুম। সেখানে যেসব অভিযোগ জমা পড়েছে, এদিনের বৈঠকে সেসব নিয়েও আলোচনা হয়। তবে এদিন যে রাজীবকে তিনি তলব করেননি, তা সাফ জানিয়ে দেন রাজ্যপাল (CV Ananda Bose)। বলেন, “আমি নির্বাচন কমিশনারকে ডাকিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেই বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে। আমি জানিয়েছিলাম, পঞ্চায়েত ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। তিনি যদি আলোচনার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তিনি যে কোনও দিন আসতে পারেন। আজও আসতে পারেন।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply