মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বিস্ফোরক অভিযোগ। উত্তর কলকাতা এবং সল্টলেকে রোহিঙ্গাদের বসতি স্থাপনের মদত দিচ্ছে শাসক দল। এমনই অভিযোগ বিজেপির রাজ্য় সভাপতির । তিনি আরও বলেন, ‘‘এই বসতি স্থাপনের প্রত্যক্ষ মদত রয়েছে তৃণমূল নেতাদের। শুধু তাই নয়, যদি কোনও ব্যক্তি রোহিঙ্গাদের (Rohingya) বসতি স্থাপনের ছবি তুলতে যায় তাহলে তাদের ওপরে আক্রমণও করা হচ্ছে।’’
তোপ দেগেছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
এই ইস্যুতে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি রবিবারই সাংবাদমাধ্যমকে বলেন, ‘‘সারাদেশে জঙ্গি সাপ্লাই (Rohingya) করার ঠিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ সুপ্রিম কোর্ট ও কেন্দ্র সরকারের কাছে বিরোধী দলনেতা সীমান্ত সুরক্ষিত রাখতে আবেদনও জানিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। সে প্রসঙ্গও উল্লেখ করেন শুভেন্দু এবং বলেন, ‘‘সইফ আলি খানের ওপর হামলাকারীও বাংলাদেশি অনুপ্রবেশকারী।’’
গত মাসেও রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা
গত ডিসেম্বের উত্তর ২৪ পরগনায় ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভ সমাবেশ করেন বিরোধী দলনেতা। সেখানেই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে গ্রামে গ্রামে হিন্দু রক্ষা কমিটি তৈরির ডাক দেন শুভেন্দু। তখনও তাঁর মুখে শোনা যায়, মমতা সরকারের রোহিঙ্গা তোষণ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে রাজ্যে ঢুকেছে এক কোটি রোহিঙ্গা। হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে। তাই হিন্দুদের রক্ষা করতে হলে অবিলম্বে গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি গড়তে হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে শুভেন্দু অধিকারী আরও বলেছিলেন, “উনি (মমত বন্দ্যোপাধ্যায়) বুঝতে পারছেন ৩০ শতাংশ নিয়ে ভোট বৈতরণী পার হতে পারবেন না। ৭০ শতাংশ এক হয়ে যাচ্ছে। তাই বিধানসভায় বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে তোপ দেগে শুভেন্দু সেসময় বলেছিলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। অথচ ইউনূসের সরকারকে সমর্থন জানাচ্ছেন মমতার মন্ত্রিসভার সদস্য। উনি যদি সত্যিই হিন্দুদের ভালো চান, তাহলে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সিদ্দিকুল্লাকে বহিষ্কার করুন।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply