Suvendu Adhikari: মমতার ভাইপোর বিয়েতে কোটি কোটি টাকা খরচ কী করে? প্রশ্ন শুভেন্দুর

Suvendu_Adhikari_(20)

মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন যে হোটেলে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে তার খরচ নিয়ে সরব শুভেন্দু। শুক্রবার নিজের ফেসবুক থেকে এক ভিডিও পোস্ট করে ফের মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলার মা মাটি মানুষ… এক ঝলক দেখে নিন, কেমন উড়ছে বিলাসিতার ফানুস।’

কী বললেন শুভেন্দু

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, টালির চালায় থাকা পরিবার কোটি কোটি টাকা খরচ করে কী ভাবে সেটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে। এদিন তিনি বলেন, ‘টালির ঘরে থাকা পরিবার, অত টাকা আসে কোথা থেকে? আমি প্রত্যেকটা রুম ধরে ধরে ভাড়া এক্স হ্যান্ডেলে দিয়েছি। প্রেসিডেন্সিয়ার স্যুটের ভাড়া ১ লক্ষ ২ হাজার টাকা। যারা বলেন, ছবি এঁকে আর বই লিখে আমার সংসার চলে। সেই লোকগুলো কী করে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোককে জানতে হবে, বলতে হবে, বুঝতে হবে’।

গত ৬ ডিসেম্বর রাতে কার্শিয়ংয়ের বিলাসবহুল রিসর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিকের ছেলে আবেশ। পেশায় তিনি চিকিৎসক। মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে মোতায়েন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের হাজির রাখা, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে দু’দিন আগেই ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে সমালোচনা শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিবাহ অনুষ্ঠানে সরকারি পরিকাঠামো ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন পাহাড়ে হোটেল-খরচ নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এরপর তিনি আরও লেখেন, ‘এখানেই তো নয় শেষ, বধূবরণ বাকি কলকাতাতেই বসবে আসর, হ্যাঁ ওই সেখানেই যেখানে শিল্পপতিদের ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন হয় আরকি।’ 

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share