Amit Shah: ‘আপনার উপস্থিতি অনুপ্রাণিত করে, মনোবল বাড়ায়’, শাহকে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুর

suvendu_amit

মাধ্যম নিউজ ডেস্ক: মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) উষ্ণ স্বাগতম। রাজ্যে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে এবং মনোবল বাড়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যুইট-বার্তায় এভাবেই স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইট-বার্তায় তাঁকে স্বাগত জানিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)।    

দু দিনের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)…

আজ, শুক্রবার দু দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিনই তিনি সভা করবেন বীরভূমে। শাহের সঙ্গে থাকবেন শুভেন্দু এবং সুকান্ত। এদিনই রাতে নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটি ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। রাজ্যে এর আগেও একাধিকবার ভোটের আগে সভা করেছেন অমিত শাহ। বোলপুর, বিশ্বভারতীতেও সফর করেছিলেন তিনি। রাজ্যে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে শাহের এই সফর রাজনৈতিক দিক থেকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

দিন কয়েক আগে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল হাওড়ার কাজিপাড়া, শিবপুর, হুগলির রিষড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গা। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটে অগ্নিসংযোগের ঘটনাও। শিবপুরে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। রিষড়ায় রেললাইনে বোমাবাজি করা হয়। তার জেরে রাতে ঘণ্টা তিনেক বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বঙ্গ বিজেপির কাছে এসব অভিযোগ পেয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Amit Shah)। পুলিশ কেন পর্যাপ্ত ব্যবস্থা করেনি, তাও জানতে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার রাতটা হোটেলে কাটিয়ে শনিবার সকালে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়ার কথা অমিত শাহের। তারপরেই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুুন: শুরু সলতে পাকানোর কাজ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে?

এদিকে, অমিত শাহের বঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বিজেপির রাজ্যস্তরের এক নেতা বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শক্তি আরও বাড়ানোই আমাদের লক্ষ্য। উনিশের লোকসভা নির্বাচনে হেরে যাওয়া ১৪৪টি আসনকেই পাখির চোখ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বীরভূম আসনটিও। প্রতিটিতে হেভিওয়েটরা সভা করবেন। অমিত শাহ বীরভূম দিয়ে তার সূচনা করবেন।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share