Cyclone Michaung: আসছে ‘মিচাং’, অন্ধ্র ও তামিলনাড়ুতে জারি সতর্কতা, বাতিল ট্রেন, বন্ধ স্কুল-কলেজ

strom

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিত প্রবল ঘূর্ণিঝড় (Cyclone Michaung) আছড়ে পড়তে চলেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘মিচাং’ ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এই দুই দক্ষিণে রাজ্যের উপকূলে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে ওই ঘূর্ণিঝড় অবস্থান করছে পুদুচেরি থেকে ৪৪০ কিলোমিটার দূরে এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দূরে রয়েছে ‘মিচাং’। ঘূর্ণিঝড়ের কারণে বাতিল হয়েছে অজস্র ট্রেন এবং বন্ধ রয়েছে স্কুল-কলেজও।

ভালোই ক্ষতির আশঙ্কা

আবহাওয়া দফতর জানিয়েছে, বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ের কারণে ভালো পরিমাণ ক্ষতিই হতে পারে তামিলনাড়ু ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে রবিবার নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজধানী শহর চেন্নাইতেও ভারী বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ‘মিচাং’-এর (Cyclone Michaung)  বিপর্যয় থেকে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকাতে সুরক্ষিত করতে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন। এই দুই রাজ্যের পুলিশ ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি আগেই করা হয়েছে।

প্রস্তুত এনডিআরএফ-এর ১৮ দল

জানা গিয়েছে এনডিআরএফ এর ১৮ টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, ওড়িশা এবং পুদুচেরিতে। এর পাশাপাশি দশটি অতিরিক্ত দলও প্রস্তুত রয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবারই এই ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) কারণে চেন্নাই, কাঞ্চীপুরম থিরুভাল্লুর জেলাতে স্কুল এবং কলেজে ছুটি দেওয়া হয়েছে। মাদ্রাস ইউনিভার্সিটি এবং অন্য ইউনিভার্সিটি তাদের পরীক্ষাও স্থগিত রেখেছে ঠিক এ কারণে। অনেক ট্রেনও বাতিল করা হয়েছে। ১১৮টি ট্রেন বাতিল হয়েছে তামিলনাড়ুতে, ৩ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড় অন্ধ এবং তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার পর তা পৌঁছাবে অন্ধ্রপ্রদেশের নেলর এবং মছলিপত্তনমের মধ্যবর্তী উপকূলে অঞ্চলে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) গতি থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share