IPL: আইপিএল-এ নজর সৌদির রাজার! বিনিয়োগ করতে চান ৫০ হাজার কোটি টাকা

ipl

মাধ্যম নিউজ ডেস্ক: খেলাধুলার প্রতি সৌদি আরবের আগ্রহ নতুন কিছু নয়। ফুটবল, গলফ এ সমস্ত খেলায় কোটি কোটি টাকা ঢালতে দেখা গিয়েছে সৌদি আরবকে। ফুটবল জগতে রোনাল্ডোর মতো তারকাকেও নিয়ে এসেছেন তাঁরা ঘরের মাঠে। এবার সৌদি আরবের নজরে আইপিএল-এ। প্রসঙ্গত, আইপিএল (IPL) হল বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট প্রতিযোগিতা। সেখানেই বিনিয়োগ করবেন সৌদির রাজা প্রিন্স মহম্মদ বিন সলমন। এর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) একটা বড় অংশীদারিত্ব নেওয়ার ভাবনাচিন্তাও তাঁর রয়েছে বলে জানা গিয়েছে। 

ভারত সরকারের সঙ্গে কথা সৌদির রাজার

এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও বলেছে সৌদি আরব। আইপিএলকে (IPL) তারা একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চায়। যার বাজার মূল্য হবে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি আইপিএলের ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতেও রাজি সে দেশের সরকার। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভারত সফরে এসেছিলেন প্রিন্স সলমন। সূত্রের খবর সেখানেই সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁর কথা হয়। জানা গিয়েছে, আইপিএলকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা রয়েছে সৌদি আরবের। তবে এখনও বিসিসিআইয়ের তরফ থেকে এ নিয়ে কোনও বিশেষ বার্তা তারা পায়নি।

প্রথমবারের জন্য আইপিএল-এর নিলাম দুবাইয়ে

প্রথমবারের জন্যই আইপিএলে (IPL) নিলাম হতে চলেছে বিদেশে। শুক্রবারে বিসিসিআই-এর তরফে জানানো হয় যে দুবাইয়ে আইপিএলের নিলাম হবে আগামী বছরের ১৯ ডিসেম্বর।  জানা গিয়েছে, ইতিমধ্যে দুবাইয়ের মিনি নিলামের বিষয়ে আইপিএলের দশটি ফ্রাঞ্চাইজিসকে চিঠি পাঠানো হয়েছে বিসিসিআই এর তরফে। ওই চিঠি অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে ফ্রাঞ্চাইজিসগুলিকে। এর আগে ক্রিকেটারদের ছাড়ার সময়সীমা ছিল ১৫ নভেম্বর। তা ১১ দিন বাড়ানো হল। প্রতিটি ফ্রাঞ্চাইজিসের কাছে ১০০ কোটি টাকা থাকবে ক্রিকেটারদের কেনার জন্য। প্রসঙ্গত, গত বছর ইস্তানবুলে নিলামের আয়োজন করার কথা ভেবেছিল বিসিসিআই। পরে অবশ্য সেই ভাবনা থেকে সরে আসে তারা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share