Panchayat Vote: রাজ্যপালের কনভয় দাঁড় করালেন বিরোধীরা! অভিযোগ শান্তিপূর্ণ ভোট হচ্ছে না

Untitled_design(103)

মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুর-১ ব্লকের কাউগাছি-২ পঞ্চায়েতের (Panchayat Vote) বিজেপি এবং সিপিএম প্রার্থীরা রাজ্যপালের গাড়ি থামিয়ে তাঁকে অভিযোগ জানাচ্ছেন। শনিবার সকালেই কল্যাণী হাই রোড দিয়ে রাজ্যপাল যাচ্ছিলেন। জানা গিয়েছে, স্থানীয় বাসুদেবপুর মোড়ে তাঁর গাড়ি দাঁড় করান বিরোধীরা। তাঁদের দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছে না। তৃণমূল অশান্তি শুরু করেছে।

আরও পড়ুন: নির্দল কর্মীকে কুপিয়ে খুন, প্রতিবাদে রণক্ষেত্র কদম্বগাছি, খড়গ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর

সকাল থেকেই পথে রাজ্যপাল 

রাজভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ছটার সময়ই রাজভবন ছাড়েন রাজ্যপাল। সূচি অনুযায়ী সকালেই পৌঁছান উত্তর ২৪ পরগনার বারাকপুর, বাসুদেবপুর। সেখানেই তাঁর গাড়ি দাঁড় করান বিরোধীরা। সূত্রের খবর, বারাকপুর, বাসুদেবপুর হয়ে নদিয়া যাবেন রাজ্যপাল। সেখানেই সারবেন মধ্যাহ্নভোজ। রাজভবনে ফিরে তিনি বসিরহাটে রওনা হবেন। এছাড়া ভোটপ্রক্রিয়া (Panchayat Vote) চলাকালীন কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটলে বা হিংসা ছড়ালে সেখানেও যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই খবর রয়েছে।

মনোনয়ন শুরু থেকেই হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল

মনোনয়ন পর্বে (Panchayat Vote) সন্ত্রাসের জেরে শিরোনামে এসেছিল ক্যানিং-ভাঙড় থেকে কোচবিহার-মুর্শিদাবাদ। সর্বত্রই পৌঁছাতে দেখা গিয়েছে রাজ্যপালকে। এমনকী ভোটে সন্ত্রাস হলে বিরোধীরা যাতে সুবিচার পেতে পারেন, সেই কারণে রাজভবনে কন্ট্রোল রুমও খোলেন রাজ্যপাল। যার পোশাকি নাম হয় পিস রুম। শুক্রবারই খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর ফুলচাঁদ শেখের পরিবারের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে ফেরার পথেই সংবাদমাধ্যমকে তিনি নিজের পরিকল্পনা জানিয়েছিলেন। ভোটের দিনও যে রাজ্য পরিদর্শন করবেন তা নিশ্চিতভাবে বোঝা যায় তখনই। তিনি বলেন, ‘‘কালও আমি রাস্তায় থাকব। মানুষের স্বার্থেই, সুষ্ঠু ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বার্থে আমি থাকব। এই পিস রুম আগের রাজভবনের পিস রুমের মতো নয়। মানুষের জন্য আমি রাস্তায় থাকব।’’

আরও পড়ুন: শুক্রবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ কেশপুরে! আহত উভয়পক্ষের ৮

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share