Dakshin Dinajpur University: উপাচার্য নেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে, অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যৎ

Dakshin_Dinajpur__University

মাধ্যম নিউজ ডেস্ক: কার্যত বিশ্ববিদ্যালয় (Dakshin Dinajpur University) তুলে দেবার মতো প্রক্রিয়া যেন শুরু হতে চলেছে দক্ষিণ দিনাজপুরে। রাজ্য সরকার অবৈধভাবে নিয়োগ করেছে, এই অভিযোগে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারি রায় মুখ্যোপাধ্যায়। উপাচার্য নেই, তাই অচল এই বিশ্ববিদ্যালয়। রাজ্যের শিক্ষাবিদরা মনে করছে প্রশাসনের ব্যার্থতাই এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী।

পরিকাঠামোর সমস্যা

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের (Dakshin Dinajpur University)পঠনপাঠন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তো নেই, নেই ভবন নির্মাণের আর্থিক বরাদ্দ। নেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্ট্যাটুট। এমনকী প্রাথমিকেভাবে যে কাউন্সিল গঠন করতে হয়, তা এখনও চূড়ান্ত হয়নি। নেই স্থায়ী কর্মী, অধ্যাপক। উপাচার্য পদচ্যুত হয়েছেন, তাই দেড়শো পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে। কারণ পড়ুয়াদের হচ্ছে না ক্লাস, না মিলছে পরীক্ষার রেজাল্ট, না মিলছে শংসাপত্র। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মরত অস্থায়ী কর্মী ও অতিথি অধ্যাপকদের বেতন বন্ধ হয়ে গিয়েছে। এবার নতুন বছরের কোনও পড়ুয়া ভর্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে।

প্রশাসনিক জটিলতা

গত বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক বালুরঘাটের মাহিনগরে বিশ্ববিদ্যালয়ের (Dakshin Dinajpur University) প্রস্তাবিত জমি চিহ্নিত হয়  এবং তা চুড়ান্ত করা হয়। জেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ১১.০৭ একর জমিতে ওই বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তুতি শুরু করে রাজ্য সরকার। যদিও পূর্ত দফতরের মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সেখানে অর্ধসমাপ্ত হয়ে রয়েছে সীমানা প্রাচীর নির্মাণের কাজ। এখনও কোনও নিজস্ব ভবন পুরোপুরি নির্মিত হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

ক্লাসের সমস্যা

বিশ্ববিদ্যালয়ের (Dakshin Dinajpur University) ক্লাসঘরের জটিলতা থাকায় বালুরঘাট শহরে বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী ক্যাম্পাস গড়ে কাজ শুরু হয়েছিল। অংক, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান-এই তিনটি বিষয়ে প্রায় ১৫০ ছাত্রছাত্রী নিয়ে পঠনপাঠন শুরু হয়। বাইরের বিভিন্ন কলেজে অধ্যাপক ও অবসরপ্রাপ্ত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ অধ্যাপকরা অস্থায়ীভাবে ক্লাস নিতে শুরু করেছেন। স্থায়ী ক্লাসরুম না থাকায় বিশ্ববিদ্যালয়ের এহেন বেহাল দুর্দশায় ছাত্রছাত্রীদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। অনেক ছাত্রই এই বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্যত্র যেতে শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা

বিশ্ববিদ্যালয়ের (Dakshin Dinajpur University) এই অচল অবস্থার কথা গত মাসেই জানতে চেয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তাঁকে পুরো বিষয়টি জানানো হলেও, এখনও পর্যন্ত উপাচার্য নিয়োগ হয়নি বলে জানালেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ তথা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার পঙ্কজ কুণ্ডু। পঙ্কজবাবু আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ফিনান্স, ভর্তি, ফলপ্রকাশ সংক্রান্ত সমস্ত বিষয় উপাচার্যের সই ছাড়া সম্ভব নয়। আগামী মাস থেকে যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তাও কীভাবে হবে, বুঝতে পারছি না। জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্য নেই৷ যার ফলে অর্থ ও নানা বিষয়ে সমস্যা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে সমস্যা শুনেছি। উচ্চশিক্ষা দফতরে কথা বলেছি। এনিয়ে লিখিতভাবেও সমস্যা জানানো হবে।

শিক্ষক-ছাত্র সমাজের প্রতিক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা বিশিষ্ট শিক্ষক কৃষ্ণপদ মণ্ডল বলেন, দীর্ঘ আন্দোলনের পরে আমরা বিশ্ববিদ্যালয় পেয়েছি, এখনও বিশ্ববিদ্যালয়ের ভবনের কাজ হল ন। আবার দেখছি উপাচার্যও নেই। উনি আরও বলেন, আমরা আবার এই নিয়ে আন্দোলনে নামব। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ছাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় নানা ধরনের সমস্যা হচ্ছে। আমরা চাই, দ্রুত এই সমস্যাগুলি থেকে রেহাই পাই। বিশ্ববিদ্যালয়ে (Dakshin Dinajpur University) কবে স্থায়ী উপাচার্য নিযুক্ত হন, তাই এখন দেখার।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share