TMC: বারাসতে তৃণমূলের কাউন্সিলারকে বেধড়ক পেটাল দলেরই এক নেতা, গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

TMC_(48)

মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতা দখলের লড়াই। আর তার জেরে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বারাসতের হেলাবটতলা এলাকায়। দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়ে রক্তাক্ত হলেন বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

ঠিক কী ঘটনা ঘটেছে?

অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে বুড়ো নামে এক ব্যক্তি তৃণমূল কংগ্রেস (TMC) নেতার পরিচয় দিয়ে টোটো, অটো এবং ভ্যানরিক্সা থেকে নিয়মিত তোলা আদায় করে বলে দলেরই অন্য গোষ্ঠীর অভিযোগ। ঘটনাচক্রে আইএনটিটিইউসির হেলাবটতলা ইউনিয়নের সভাপতি হিসেবে এখনও বর্তমান রয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে বুড়ো। আর দলের সেই পদ ব্যবহার করে ১০ নম্বর ওয়ার্ডে একটি টোটো রুট তিনি চালু করেন। বিষয়টি জানার পরই মঙ্গলবার দুপুরে দলবল নিয়ে সেই ঘটনার প্রতিবাদ করতে যান ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবব্রত পাল। তখনই দুই পক্ষের প্রথমে বচসা বাধে। পরে, তা সংঘর্ষের আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং বারাসত-বারাকপুর নীলগঞ্জ রোডে। পরে অবশ্য পুলিশ দুই পক্ষকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

কী বললেন আক্রান্ত তৃণমূল (TMC) কাউন্সিলার?

১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলার দেবব্রত পাল বলেন, বুড়ো এক সময় বিজেপি করত। এখন আমাদের দলে আসলেও কোনও পদ নেই। নিজেকে সে নেতা দাবি করে আমার ওয়ার্ডে টোটো রুট চালু করেছে। কাউন্সিলার হিসেবে আমি জানি না। ফলে, আমি প্রতিবাদ করেছি। ও চড়াও হয়েছে। ও একজন সমাজবিরোধী। দলে এই ধরনের লোকের কোনও জায়গা নেই।

কী বললেন তৃণমূল নেতৃত্ব?

তৃণমূলের (TMC) আইএনটিটিইউসি-র জেলা সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন কোনও টোটো রুট চালু করব না। ও নিজের মতো করে এসব করেছে। আর দলের কোনও কর্মী কাউন্সিলারের গায়ে হাত তুলতে পারে না। ও দলের কেউ নয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share