Antiquities: পাচার হওয়া ১০৫টি প্রাচীন মূর্তি ভারতের হাতে তুলে দিল মার্কিন প্রশাসন

Untitled_design(146)

মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন দেশে পাচার হওয়া ১০৫টি প্রাচীন মূর্তি (Antiquities) ভারতের হাতে তুলে দিল আমেরিকা। সম্প্রতি, মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি সপ্তাহের সোমবার ভারতীয় রাষ্ট্রদূত তরনজিত সিং সাধু একথা ঘোষণা করেছেন। ভারতীয় রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়েছেন মার্কিন মুলুকের প্রশাসনিক আধিকারিক সমেত পাচাররোধকারী ইউনিটকেও। তিনি আরও বলেন, আপামর দেশবাসীর কাছে এগুলো শুধুমাত্র কোনও বস্তু নয় বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবাসীর আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য। ভারতীয় রাষ্ট্রদূত নিজে ট্যুইট করে জানিয়েছেন, ১০৫টি প্রাচীন মূর্তি ঘরে ফিরছে। নরেন্দ্র মোদির সফরের পর।

খ্রীষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দী থেকে অষ্টাদশ-উনবিংশ শতাব্দীর মধ্যে এই প্রাচীন মূর্তিগুলি নির্মাণ করে হয়েছিল

প্রসঙ্গত, প্রাচীন মূর্তিগুলি ভারতে ফেরানোর আনুষ্ঠানিক পর্ব সোমবার সম্পন্ন হয় মার্কিন দেশের ম্যানহ্যাট্টন জেলার অ্যাটর্নির অফিসে। সেখানে উপস্থিত ছিলেন ‘হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন টিম’-এর আধিকারিকরাও। ১০৫টি প্রাচীন মূর্তি বহন করছে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যকে। শুধু তাই নয়, দেশের পূর্ব-পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত প্রান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে মূর্তিগুলি (Antiquities)। জানা গিয়েছে, ৪৭টি মূর্তি রয়েছে পূর্ব ভারতের, ২৭টি রয়েছে দক্ষিণ ভারতের, ২২টি মূর্তি মধ্য ভারতের, ৬টি উত্তর ভারতের, এবং ৩টি পশ্চিম ভারতের। খ্রীষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দী থেকে অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর মধ্যে এই প্রাচীন মূর্তিগুলি নির্মাণ করে হয়েছিল বলে খবর। টেরাকোটা, পাথর, কাঠ, বিভিন্ন ধাতু দ্বারা নির্মিত এই মূর্তিগুলির (Antiquities) অধিকাংশ ধর্মীয় বিষয় সম্পর্কিত।

মোদি জমানায় মার্কিন দেশ থেকে ফিরল মোট ২৭৮টি প্রাচীন মূর্তি (Antiquities)

মার্কিন দেশে প্রধানমন্ত্রী মোদির সফর চলছে ২০১৪ সালের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই। সম্প্রতি দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সাংস্কৃতিক সম্পদের ওপর। তারপরেই ১০৫টি মূর্তি দেশে ফিরছে। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার মার্কিন দেশে পাচার হওয়া প্রাচীন মূর্তি দেশে ফিরেছে। কংগ্রেস সরকারের আমলে এ বিষয়ে তেমন কোনও উদ্যোগ নজরে না পড়লেও মোদি জমানায় দেশের সম্পদ ফিরে আসছে। ২০১৬ সালের মোদি সরকারের হাতে মার্কিন প্রশাসন তুলে দেয় ১৬টি প্রাচীন মূর্তি। এর আগে ২০২১ সালে আমেরিকা থেকে ভারতে আসে চুরি যাওয়া ১৫৭টি মূর্তি। এবার এল ১০৫টি প্রাচীন মূর্তি। অর্থাৎ মোদি জমানায় মার্কিন দেশ থেকে ঘরে ফিরল মোট ২৭৮টি মূর্তি (Antiquities)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share