মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ বিল (Waqf Bill) সংক্রান্ত আলোচনায় যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুমুল বিশৃঙ্খলা। এখানেই সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, একইসঙ্গে আরও ৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, জেপিসির বৈঠক ও জেপিসির (Waqf Bill) কাজ নিয়ে অযৌক্তিক বিরোধিতা শুরু করেন ওই দশজন বিরোধী সাংসদ। এরপরেই শুরু হয় বাদানুবাদ, তারপরেই কল্যাণ সহ ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল যে, মার্শাল পর্যন্ত ডাকতে হয়। প্রসঙ্গত, ওয়াকফ বিল নিয়ে গত অক্টোবরেও যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুমুল অশান্তি হয়। নিজের হাতে কাচের বোতল ভেঙে জখম হন কল্যাণ। বৈঠকে ‘অসংসদীয় ভাষা’ প্রয়োগের জন্য সেসময় কল্যাণকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়।
কী বললেন নিশিকান্ত দুবে?
এনিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, ‘‘ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল করার চেষ্টা করছেন বিরোধীরা (Waqf Bill)। এই বিরোধীরা বেশির ভাগ সদস্যের উপর হাঙ্গামা করতে চান। যখনই আমি বলার জন্য মাইক হাতে নিয়েছি, তখনই বিরোধীরা আমায় বাধা দিয়েছেন। এর পর চেয়ারম্যান ওই সাংসদদের সাসপেন্ড করেছেন।’’ জানা গিয়েছে, এর পরের বৈঠক ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তারপরেই চূড়ান্তভাবে রিপোর্ট জমা দেওয়া হবে। প্রসঙ্গত, গত ৮ অগাস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু।
কল্যাণকে তোপ বিজেপি নেতার
এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি গতবার সংসদীয় বৈঠকে (JPC Meeting) কাচের বোতল ভেঙেছিলেন? যার বোতল ভাঙার অভ্যাস রয়েছে, তিনি কী ভাষা চেয়ারম্যানের সঙ্গে প্রয়োগ করতে পারেন বুঝুন। চেয়ারম্যান সংসদীয় নিয়ম মেনেই কাজ করছেন। বিরোধীদের যা কিছু বলার, শিষ্ঠাচার মেনে বলতে পারতেন। স্টেকহোল্ডারদের কথা শোনার জন্য কমিটির মেয়াদও বাড়ানো হয়েছে। উনি দুধেল গাইদের দেখছেন। আমরা সনাতনী হিন্দুদের দেখছি।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply