Waqf Board: ১১৫ বছরের কলেজ ওয়াকফ সম্পত্তি! বারাণসীতে উত্তেজনা, বসল পুলিশ ক্যাম্প

Untitled_design(1023)

মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসীর উদয় প্রতাপ কলেজের (Udai Pratap College) জমিও নাকি ওয়াকফ সম্পত্তি! এই সম্পত্তি ফেরত চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড (Waqf Board)। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। জানা গিয়েছে, ওই কলেজটি ১১৫ বছরের পুরনো। কলেজের ক্যাম্পাসেই রয়েছে একটি মসজিদ। ওয়াকফ বোর্ডের দাবি, মসজিদে আরও বেশি মানুষের প্রার্থনার সুযোগ করে দিতে তাদের জমি দরকার। ওয়াকফ বোর্ডের এই নোটিশকে কেন্দ্র করে বারাণসীর একাংশে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে অশান্তির আশঙ্কায় কলেজে পুলিশ ক্যাম্পও বসানো হয়েছে।

২০১৮ সালে ওয়াকফ সম্পত্তি (Waqf Board) বলে দাবি করা হয়

ওয়াকফ বোর্ডের (Waqf Board) এই দাবির পরেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পড়ুয়ারা এবং কলেজ কর্তৃপক্ষকে বিক্ষোভ প্রদর্শনও করতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ি হাজারেরও বেশি পড়ুয়া এই কলেজের সঙ্গে যুক্ত। ৫০০ একর জায়গা জুড়ে রয়েছে ইন্টার কলেজ, বালিকা বিদ্যালয় প্রভৃতি। প্রসঙ্গত, ২০১৮ সালে ইউপি সুন্নি ওয়াকফ বোর্ডের অন্যতম কর্তা আলেয়া আতিক ওয়াকফ আইনের মাধ্যমে এই কলেজকে নোটিশ পাঠিয়েছিলেন বলে জানা যায়। নোটিশেই গোটা কলেজটিকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়। ফের একবার নোটিশ এল সম্প্রতি।

১৯০৯ সালে স্থাপিত হয় কলেজ

প্রসঙ্গত, ২০১৮ সালেই ওই শিক্ষা প্রতিষ্ঠানের তৎকালীন সেক্রেটারি ইউএন সিনহা আপত্তি জানিয়ে বলেছিলেন যে উদয় প্রতাপ কলেজটি (Waqf Board) ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। জানা গিয়েছে, ১৯০৯ সালে উদয় প্রতাপ কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন রাজর্ষি যুদেও। কর্তৃপক্ষের দাবি কোনওভাবেই এটি ওয়াকফ সম্পত্তি নয়।

গতকাল শুক্রবারই উত্তেজনা ছড়ায় (Waqf Board)

গতকাল শুক্রবার প্রায় তিনশো মানুষ কলেজে জড়ো হন। বাড়তি ভিড় জমে যাওয়ায় কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। নিরাপত্তা বাহিনী আসার পর জানা যায়, সুন্নি ওয়াকফ বোর্ড দু’দিন আগেই কলেজকে চিঠি পাঠিয়ে জমি ফেরত চেয়েছে। মসজিদ কর্তৃপক্ষ কিছু নির্মাণ কাজ শুরু করেছিল। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সেই কাজ বন্ধ করে দিয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share