WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, ৪৯৬ পেয়ে প্রথম শুভ্রাংশু সর্দার

hs-result-2023-1st

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Result 2023)। নির্ধারিত সময়ে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

এবারের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় (WB HS Result 2023) মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। এ বছর ছাত্রীদের তুলনায় বেশি ছাত্র পাশ করেছেন। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাশের হারে এক নম্বরে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকেও পাশের হারে সবার আগে ছিল এই জেলাই।

সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, এ বছর উচ্চ মাধ্যমিকে (WB HS Result 2023) প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র শুভ্রাংশু সর্দার। ৪৯৬ নম্বর পেয়েছেন শুভ্রাংশু। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। ৪৯৫ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। ৪৯৪ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের দিন ও সময় এদিন ঘোষণা করেন সংসদ সভাপতি। জানান, আগামী বছর পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। তবে, পরীক্ষার সময় বদলেছে। তিনি জানান, পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে, চলবে বিকেল ৩টে পর্যন্ত।

কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?

অনলাইনে ফল দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। সংসদের নিজস্ব দু’টি ওয়েবসাইট রয়েছে। এগুলি হল, www.wbchse.wb.gov.inwww.wbresults.nic.in। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দুই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া, www.wbchse.nic.in, www.exametc.com, www.results.shiksha.comwww.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখতে পারবেন। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তাও জানা যাবে। 

আরও পড়ুন: আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

কীভাবে দেখতে হবে?

প্রথমে ওয়েবসাইটের হোম পেজে West Bengal HS Result 2023- লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করলে খুলে যাবে নতুন পেজ। নির্দিষ্ট জায়গায় রোল নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই দেখা যাবে মার্কশিট। ফল দেখার পাশাপাশি মার্কশিট ডাউনলোডও করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

এসএমএস-এও জানা যাবে ফল

ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Result 2023)। এসএমএস-এও ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের মেসেজ সেন্টারে গিয়ে নতুন এসএমএস তৈরি করতে হবে। তাতে প্রথমে WB12 লিখে তার পর একটা স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই এসএমএস পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ নম্বরে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share