মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে চলা মহা-জনসম্পর্ক কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের এক হাজার স্থানে সভা করবে বিজেপি (Bengal BJP)। বর্তমানে এরাজ্যে দলের ৭০ জন বিধায়ক এবং ১৬ জন সংসদ সদস্য রয়েছেন। মূলত তাঁরাই এই সভায় অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও থাকবেন। মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি পঞ্চায়েত ভোটের আগে এরাজ্যে বিজেপিকে ভালো মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজ্য বিজেপির (Bengal BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, ‘‘এক হাজার জনসভাই হবে। আমাদের দলের ৭০ জন বিধায়ক রয়েছেন। ১৬ জন সাংসদ। তাছাড়া রাজ্য পদাধিকারীরাও জনপ্রিয়। কোনও সমস্যা হবে না।’’
এমনিতেই ব্যাকফুটে শাসক দল
বছর ঘুরলেই লোকসভা ভোট। এমনিতেই একাধিক দুর্নীতি ও কেলেঙ্কারিতে জড়িয়ে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে রাজ্যের শাসক দল। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির এই মহা জনসম্পর্ক অভিযান সফল হবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। বিজেপি সূত্রে জানা গেছে, প্রতিটি শহরকে ঘিরে তাদের সাংগঠনিক নগর মণ্ডল তৈরি হয়। শহর আয়তনে বড় হলে তার মধ্যে দুটি নগর মণ্ডলও থাকে। এছাড়াও প্রতিটি জেলা পরিষদ আসনকে ধরে বিজেপির গ্রামীণ মণ্ডলের সাংগঠনিক কাঠামো রয়েছে। কমবেশি সব মণ্ডলেই এই সভা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: ‘যেখানে ভূতের ভয়’! রুজিরা-ইস্যুতে মমতা-অভিষেককে তুলোধনা দিলীপের
দেশজুড়ে মহা-জনসম্পর্ক অভিযানে বিজেপি (Bengal BJP)
নরেন্দ্র মোদি সরকারের ন' বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যেই দেশজুড়ে মহা-জনসম্পর্ক অভিযান শুরু করেছে বিজেপি। এই কর্মসূচির আহ্বায়ক তরুণ চুঘ জানিয়েছেন, দলের ১৪০০ র ওপর বিধায়ক এবং তিনশোর বেশি সাংসদ এই কর্মসূচিতে থাকবেন। এই কর্মসূচির অংশ হিসেবে ৯ বছরে মোদি সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা দেশের প্রতিটি বুথেই পৌঁছে দেবেন বিজেপির কার্যকর্তারা। জানা গেছে, নাগরিক সেমিনারও যেমন হবে, তেমনি সমাজের বিশিষ্টদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিজেপি নেতারা। পাশাপাশি নজর দেওয়া হয়েছে পিছিয়ে পড়া বর্গের মানুষদের দিকেও। যাঁরা নরেন্দ্র মোদি সরকারের নয় বছরের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলবেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই জানা গেছে, সারা দেশ জুড়ে জনসভা করবেন বিজেপি নেতারা। বেশ কয়েকটি বড় জনসভাও হবে। যেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার মতো প্রথম সারি নেতারা। এ রাজ্যে এমন তিনটি জনসভা হবে বলে শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। উপস্থিত থাকবেন মোদি-শাহ-নাড্ডা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours