Barrackpore: নিয়োগ দুর্নীতিতে বারাকপুরের ৬টি পুরসভায় ইডি-র নোটিশ ঘিরে তোলপাড়

বারাকপুর মহকুমার কোন ৬টি পুরসভাকে নোটিশ পাঠাল ইডি?
Barrackpore
Barrackpore

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে বারাকপুর (Barrackpore) মহকুমায় ৬টি পুরসভাকে নোটিশ পাঠাল ইডি। নতুন করে এই নোটিশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে বারাকপুর মহকুমার জুড়ে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে পুরসভাগুলিতে জোর চর্চা শুরু হয়েছে।

কোন কোন পুরসভাকে নোটিশ পাঠাল ইডি?(Barrackpore)

ইডি ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, বারাকপুর (Barrackpore) মহকুমায় বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড়, হালিশহর এবং নিউ ব্যারাকপুর পুরসভাতে ইডি নোটিশ পাঠিয়েছে। তদন্তকারী সংস্থার আধিকারিকদের ধারণা, অয়ন শীলের সংস্থার মাধ্যমে এই সব পুরসভাগুলিতে কয়েক দফায় নিয়োগ হয়েছে। আর সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলেই তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন। ইতিমধ্যে কামারহাটি পুরসভায় অয়ন শীল এর বান্ধবী শ্বেতা চক্রবর্তী নিয়োগ হয়েছেন। এই অয়ন শীলের সংস্থার মাধ্যমে কোথাও একবার, কোথাও দুবার বা তিনবারে টিটাগড়, হালিশহর সহ একাধিক পুরসভায় বহু কর্মী নিয়োগ হয়েছিলেন। বরানগর এবং কামারহাটি পুরসভায় স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ আত্মীয়রাও চাকরি পেয়েছেন। এমনকী অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমের এক তৃণমূল নেতার ছেলেও বরানগর পুরসভায় চাকরি করছেন।  স্বাভাবিকভাবে অয়ন শীল এর তালিকায় ব্যারাকপুর মহকুমায় যে সমস্ত পুরসভায় নিয়োগ হয়েছিল, সেখানে দুর্নীতি হয়েছে বলেই অন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন। এর আগে সিবিআই এর পক্ষ থেকে এই সব পুরসভায় নোটিশ পাঠানো হয়েছিল। কামারহাটি পুরসভায় অয়ন শীলের সংস্থার মাধ্যমে চাকরি পাওয়া এরকম ৩১ জনকে তদন্তকারী সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আরও বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে নতুন করে বারাকপুর মহকুমার ৬টি পুরসভাকে ইডি নোটিশ দেওয়ায়  বারাকপুর মহকুমা জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

ইডি-র নোটিশ নিয়ে কী বললেন পুরসভার চেয়ারম্যানরা?

এই বিষয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, তদন্তকারী সংস্থা যে সমস্ত বিষয় জানতে চেয়েছিল, আমরা তা লিখিত আকারে জানিয়ে দিয়েছি। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, আমাদের পুরসভায় অয়ন শীলের সংস্থার মাধ্যমে কোনও নিয়োগ হয়নি। এর আগেও আমরা জানিয়েছি। আমরা একই কথা এই সংস্থাকে জানিয়ে দিয়েছি। নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা বলেন, ইডি-র পক্ষ থেকে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল, পুরসভার পক্ষ থেকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করা হয়েছে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles