Holiday list: ২০২৫ সালে কবে কোন সরকারি ছুটি পড়েছে? দিন ঘোষণা কেন্দ্রের, দেখুন তালিকা

Untitled_design

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের সরকারি ছুটির (Holiday list) সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই ছুটি সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। সরকারি ছুটির এই তালিকা কেন্দ্রীয় কর্মীবর্গ, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে। প্রকাশিত সার্কুলারে ১৭টি গেজেটেড ও ৩৪টি রেস্ট্রিক্টেড বা নিয়ন্ত্রিত ছুটির ঘোষণা করা হয়েছে। 

কেন্দ্রের ঘোষিত গেজেটেড ছুটিগুলি (Holiday list) হল বাধ্যতামূলক সরকারি ছুটি। কেন্দ্রীয় সরকারের সকল প্রতিষ্ঠানগুলিতে এই ছুটির দিনগুলি কার্যকর হবে। তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজ্যের ভিত্তিতে ছুটিগুলি আবার পরিবর্তিত হয়। ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় সরকারের অফিসগুলির গেজেটেড (Public Gazette) ছুটির তালিকা হল—

২৬ জানুয়ারি, রবিবার, প্রজাতন্ত্র দিবস

২৬ ফেব্রুয়ারি, বুধবার, মহাশিবরাত্রি

১৪ মার্চ, শুক্রবার, হোলি

৩১ মার্চ, সোমবার, ইদ-উল ফিতর

১০ এপ্রিল, বৃহস্পতিবার, মহাবীর জয়ন্তী

১৮ এপ্রিল, শুক্রবার, গুড ফ্রাইডে

১২ মে, সোমবার, বুদ্ধ পূর্ণিমা

৭ জুন, শনিবার, ইদ-উদ-জোহা

৬ জুলাই, রবিবার, মহরম

১৫ অগাস্ট, শুক্রবার, স্বাধীনতা দিবস

১৬ অগাস্ট, শনিবার, জন্মাষ্টমী

৫ সেপ্টেম্বর, শুক্রবার, মিলাদ-উন-নবী (ইদ-ই-মিলাদ)

২ অক্টোবর, বৃহস্পতিবার, মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী

২ অক্টোবর, বৃহস্পতিবার, দশেরা

২০ অক্টোবর, সোমবার, দীপাবলি

৫ নভেম্বর, বুধবার, গুরুনানক জন্মজয়ন্তী

২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, বড়দিন

গেজেটেড ছুটির পাশাপাশি, নিয়ন্ত্রিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সকল কর্মী নিম্নলিখিত তালিকার থেকে যে কোনও দুটি ছুটি নিতে পারবেন। এই তালিকা রয়েছে–

১ জানুয়ারি, বুধবার, ইংরেজি নববর্ষ

৬ জানুয়ারি, সোমবার, গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন

১৪ জানুয়ারি, মঙ্গলবার, মকর সংক্রান্তি বা মাঘ বিহু বা পঙ্গল

২ ফেব্রুয়ারি, রবিবার, বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো

১২ ফেব্রুয়ারি, বুধবার, গুরু রবি দাসের জন্মদিন

১৯ ফেব্রুয়ারি, বুধবার, শিবাজী জয়ন্তী

২৩ ফেব্রুয়ারি, রবিবার, স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিন

১৩ মার্চ, বৃহস্পতিবার, হোলিকা দহন

১৪ মার্চ, শুক্রবার, দোলযাত্রা

১৬ এপ্রিল, রবিবার, রাম নবমী

১৫ অগাস্ট, শুক্রবার, জন্মাষ্টমী (স্মার্ত)

২৭ অগাস্ট, শুক্রবার, গণেশ চতুর্থী/বিনায়ক চতুর্থী

৫ সেপ্টেম্বর, শুক্রবার, ওনাম বা তিরুওনম

২৯ সেপ্টেম্বর, সোমবার, দশেরা (মহাসপ্তমী)

৩০ সেপ্টেম্বর,  মঙ্গলবার, দশেরা (মহাষ্টমী)

১ অক্টোবর, বুধবার, দশেরা (মহানবমী)

৭ অক্টোবর, মঙ্গলবার, মহর্ষি বাল্মীকির জন্মদিন

১০ অক্টোবর, শুক্রবার কারাকা চতুর্থী (কারওয়া চৌথ)

২০ অক্টোবর, সোমবার, নরক চতুর্দশী

২২ অক্টোবর, বুধবার, গোবর্ধন পুজো

২৩ অক্টোবর, বৃহস্পতিবার, ভাতৃদ্বিতীয়া

২৮ অক্টোবর, মঙ্গলবার, প্রতিহার ষষ্ঠী বা সূর্য ষষ্ঠী (ছট পুজো)

২৪ নভেম্বর, সোমবার, গুরু তেগ বাহাদুরের বলিদান দিবস

২৪ ডিসেম্বর, বুধবার, বড়দিন

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share