Suvendu Adhikari: “দিঘায় ছুটি উপভোগ করুন”, কোটি টাকার খোঁচা দিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu_Adhikari_(5)

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার দিঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে করে তিনদিনের সফরের সিংহভাগ সময় কাটানোর কথা তাঁর। আর মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু মনে করিয়ে দিলেন, অতীতে পূর্ব মেদিনীপুর জেলা থেকে অধিকারীদের উৎখাতের যে ডাক দিয়েছিলেন মমতা। তা জেলার মানুষ মেনে নেননি। ফলে, মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

কোটি কোটি খরচ! (Suvendu Adhikari)

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী শীতকালীন ছুটি উপভোগ করতে দিঘায় এসে গিয়েছেন। ভালো কথা, উনি সমুদ্র সৈকতে ঘুরুন, জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের কাজের অগ্রগতির তদারকি করুন এবং আনন্দের সঙ্গে তিন দিনের ছুটি উপভোগ করুন। নচেৎ ওনার নিরাপত্তায় ৩২৮০ জন পুলিশ কর্মী মোতায়েনের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা বৃথা যাবে।” জানা গিয়েছে, দিঘা সফরে জগন্নাথ মন্দির পরিদর্শনের পাশাপাশি জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও জেলার নেতাদের সঙ্গে কথা বলরা কথা রয়েছে তাঁর। এমনকী, দিঘার সমাগ্রিক উন্নয়নমূলক কাজের খতিয়ানও নেওয়ার কথা প্রশাসনের কর্তাদের থেকে।

দিঘায় ছুটি উপভোগ করুন, কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “এত কিছু করেও চিঁড়ে বিশেষ ভিজবে না। পূর্ব মেদিনীপুরের জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখান করেছেন। লোকসভা ভোটে অধিকারী মুক্ত করার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু মানুষ পিসি-ভাইপো (মমতা-অভিষেক) মুক্ত করেছে। বিজেপি শুধু তমলুক এবং কাঁথির দুটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়নি, জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫টিতেও এগিয়ে রয়েছে। তাই, দিঘায় ছুটি উপভোগ করুন। রাজনীতি থেকে বিরত থাকুন। আপনার দল (তৃণমূল) পুলিশ-প্রশাসনের দৌলতে টিকে আছে।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share